‘3 Idiots’-এর ‘চতুর রামলিঙ্গম’কে মনে আছে? এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে, কী করছেন তিনি?
- Published by:Tias Banerjee
Last Updated:
ওমি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। জীবনের খুঁটিনাটি ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নেন। গত কয়েক বছরে তাঁর চেহারা খুব একটা বদলায়নি। তবে স্টাইল আমূল বদলে গিয়েছে।
advertisement
advertisement
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। তারপর কেটে গিয়েছে ১৫ বছর। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন কোথায় আছেন সাইলেন্সর ওরফে ওমি বৈদ্য? কী করছেন তিনি? যে খবর পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, ওমি অভিনয় জগতেই রয়েছেন। তবে আর আগের মতো নেই। পাল্টে গিয়েছেন অনেক। ‘থ্রি ইডিয়টস’-এর পর ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ছবিতে দেখা গিয়েছিল ওমি-কে। কমেডি রোলেই অভিনয় করেছিলেন। ইমরান হাশমি এবং অজয় দেবগনের সঙ্গে তাঁর অভিনয়ও বেশ পছন্দ করেন দর্শকরা। কিন্তু এরপরই বলিউড থেকে একপ্রকার উধাও হয়ে যান ‘চতুর’।
advertisement
advertisement
advertisement
advertisement