‘3 Idiots’-এর ‘চতুর রামলিঙ্গম’কে মনে আছে? এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে, কী করছেন তিনি?

Last Updated:
ওমি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। জীবনের খুঁটিনাটি ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নেন। গত কয়েক বছরে তাঁর চেহারা খুব একটা বদলায়নি। তবে স্টাইল আমূল বদলে গিয়েছে।
1/7
চতুর রামলিঙ্গমকে মনে আছে? হ্যাঁ, ‘থ্রি ইডিয়টস’-এর সেই সাইলেন্সর। মারাত্মক পড়ুয়া আর কূট বুদ্ধির অধিকারী। সে জন্যই পড়ুয়ারা তাঁকে ‘ভাইরাস’ বলে ডাকত। স্ক্রিন প্রেজেন্স খুব বেশি নয়। তবে ওইটুকুতেই আমির খান, মাধবন, শারমন জোশীদের সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে গিয়েছেন রীতিমতো। Photo: Instagram
চতুর রামলিঙ্গমকে মনে আছে? হ্যাঁ, ‘থ্রি ইডিয়টস’-এর সেই সাইলেন্সর। মারাত্মক পড়ুয়া আর কূট বুদ্ধির অধিকারী। সে জন্যই পড়ুয়ারা তাঁকে ‘ভাইরাস’ বলে ডাকত। স্ক্রিন প্রেজেন্স খুব বেশি নয়। তবে ওইটুকুতেই আমির খান, মাধবন, শারমন জোশীদের সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে গিয়েছেন রীতিমতো। Photo: Instagram
advertisement
2/7
‘থ্রি ইডিয়টস’ মনে রাখার মতো সিনেমা। তবে সেই স্মৃতিও ধীরে ধীরে ম্লান হচ্ছে। কিন্তু ওমি বৈদ্য আজও অম্লান। অভিনেতার ভিডিও ক্লিপ দিয়ে আজও মিম তৈরি হয়। নেটিজেনদের কাছে তো বটেই, দর্শক মনেও তিনি সমান জনপ্রিয়।
‘থ্রি ইডিয়টস’ মনে রাখার মতো সিনেমা। তবে সেই স্মৃতিও ধীরে ধীরে ম্লান হচ্ছে। কিন্তু ওমি বৈদ্য আজও অম্লান। অভিনেতার ভিডিও ক্লিপ দিয়ে আজও মিম তৈরি হয়। নেটিজেনদের কাছে তো বটেই, দর্শক মনেও তিনি সমান জনপ্রিয়।
advertisement
3/7
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। তারপর কেটে গিয়েছে ১৫ বছর। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন কোথায় আছেন সাইলেন্সর ওরফে ওমি বৈদ্য? কী করছেন তিনি? যে খবর পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, ওমি অভিনয় জগতেই রয়েছেন। তবে আর আগের মতো নেই। পাল্টে গিয়েছেন অনেক। ‘থ্রি ইডিয়টস’-এর পর ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ছবিতে দেখা গিয়েছিল ওমি-কে। কমেডি রোলেই অভিনয় করেছিলেন। ইমরান হাশমি এবং অজয় দেবগনের সঙ্গে তাঁর অভিনয়ও বেশ পছন্দ করেন দর্শকরা। কিন্তু এরপরই বলিউড থেকে একপ্রকার উধাও হয়ে যান ‘চতুর’।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। তারপর কেটে গিয়েছে ১৫ বছর। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন কোথায় আছেন সাইলেন্সর ওরফে ওমি বৈদ্য? কী করছেন তিনি? যে খবর পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, ওমি অভিনয় জগতেই রয়েছেন। তবে আর আগের মতো নেই। পাল্টে গিয়েছেন অনেক। ‘থ্রি ইডিয়টস’-এর পর ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ছবিতে দেখা গিয়েছিল ওমি-কে। কমেডি রোলেই অভিনয় করেছিলেন। ইমরান হাশমি এবং অজয় দেবগনের সঙ্গে তাঁর অভিনয়ও বেশ পছন্দ করেন দর্শকরা। কিন্তু এরপরই বলিউড থেকে একপ্রকার উধাও হয়ে যান ‘চতুর’।
advertisement
4/7
ওমি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। জীবনের খুঁটিনাটি ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নেন। গত কয়েক বছরে তাঁর চেহারা খুব একটা বদলায়নি। তবে স্টাইল আমূল বদলে গিয়েছে। বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
ওমি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। জীবনের খুঁটিনাটি ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নেন। গত কয়েক বছরে তাঁর চেহারা খুব একটা বদলায়নি। তবে স্টাইল আমূল বদলে গিয়েছে। বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
advertisement
5/7
ওমি বৈদ্য এখন স্টাইলিশ। ইনস্টাগ্রামের অধিকাংশ ছবিতেই তাঁর চোখে গগলস, পরনে দামি আধুনিক পোশাক। দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে ছবি পোস্ট করেন। যা দেখে অনেকেই বিশ্বাস করতে পারেন না, “এই সেই চতুর।” মজার মজার সব কমেন্টও করেন ইউজাররা। Photo Courtesy: Omi Vaidya/Instagram
ওমি বৈদ্য এখন স্টাইলিশ। ইনস্টাগ্রামের অধিকাংশ ছবিতেই তাঁর চোখে গগলস, পরনে দামি আধুনিক পোশাক। দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে ছবি পোস্ট করেন। যা দেখে অনেকেই বিশ্বাস করতে পারেন না, “এই সেই চতুর।” মজার মজার সব কমেন্টও করেন ইউজাররা। Photo Courtesy: Omi Vaidya/Instagram
advertisement
6/7
অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিতে একজন আফশোস করে লিখেছেন, “চতুর, আপনি অনেক বদলে গিয়েছেন।” আরেকজন আবার লিখেছেন, “চতুর এখন সত্যিই চতুর হয়ে উঠেছেন।” ওমি যে কেবল ‘চতুর’ চরিত্রে অভিনয় করেছিলেন, সত্যি ‘চতুর’ নন, সেটাই মানতে রাজি নন অনেকে। Photo Courtesy: Omi Vaidya/Instagram
অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিতে একজন আফশোস করে লিখেছেন, “চতুর, আপনি অনেক বদলে গিয়েছেন।” আরেকজন আবার লিখেছেন, “চতুর এখন সত্যিই চতুর হয়ে উঠেছেন।” ওমি যে কেবল ‘চতুর’ চরিত্রে অভিনয় করেছিলেন, সত্যি ‘চতুর’ নন, সেটাই মানতে রাজি নন অনেকে। Photo Courtesy: Omi Vaidya/Instagram
advertisement
7/7
বর্তমানে মারাঠি সিনেমায় চুটিয়ে অভিনয় করছেন ওমি বৈদ্য। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন। সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘আইচা গাওয়াত মারাঠিত হোল’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রোডাকশন হাউজের ব্যানারেই তৈরি হয়েছে কমেডি জনারের এই ছবি।
বর্তমানে মারাঠি সিনেমায় চুটিয়ে অভিনয় করছেন ওমি বৈদ্য। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন। সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘আইচা গাওয়াত মারাঠিত হোল’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রোডাকশন হাউজের ব্যানারেই তৈরি হয়েছে কমেডি জনারের এই ছবি।
advertisement
advertisement
advertisement