রাস্তার দুপাশে রয়েছে বেশ কিছু পুরনো বৃহৎ আকৃতির গাছ। আর সেই গাছের মোটা ডাল ভেঙে এদিন ঘটলো বিপত্তি। গুরুতর আহত হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বারাসত থানার পুলিশ। রাস্তায় ডাল ভেঙে পড়ায় সাময়িক বন্ধ হয়ে পড়ে যান চলাচল।
আরও পড়ুন: বাড়িতে হাজির স্বয়ং ‘বিধায়ক’…! মুহূর্তেই জমে গেল ভিড়, কারণ জানলে চমকে উঠবেন
advertisement
স্থানীয় মানুষদের দাবি, দীর্ঘদিনের পুরনো গাছ হওয়ায়, বৃহৎ আকৃতির বিপজ্জনক ভাবে ঝুলে থাকা ডাল কাটার জন্য একাধিকবার বারাসত পুরসভা ও বনদফতরকে জানিয়েও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে আচমকাই বিকট শব্দ করে গাছের ডালটি ভেঙে পরে, সেই মুহূর্তে অনেক মানুষ থাকতে পারত ওই জায়গায়। কিন্ত কিছু বাইক রাখা ছিল এবং ওই যুবক সেই মুহুর্তে গাছের তলায় পরে যায়, এবং তার গায়ের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পরে গাছের ডাল। স্থানীয়রাই ছুটে এসে গাছের ডাল সরিয়ে তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, যুবকের নাম দ্বীপ দাস, বয়স ২৪ বছর, বাড়ি নীলগঞ্জ এলাকায়। এখন প্রশ্ন, জাতীয় সড়ক বা রাজ্য সড়কের ধারে এই প্রাচীন গাছ কেটে ফেলার সিদ্ধান্ত যখন সরকার তরফ থেকে নেওয়া হয় তখন স্থানীয় মানুষজন এবং গাছ প্রেমী মানুষরা আন্দোলনে নামেন। গাছ বাঁচানোর পক্ষে বিক্ষোভ প্রদর্শন করেন সরকারের বিরুদ্ধে। আবার সেই প্রাচীন গাছ ভেঙে যখন কোন দুর্ঘটনা ঘটে তখন সরকার, প্রশাসনের বিরুদ্ধেই সোচ্চার হয়। তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার উপায় কি! পরবর্তীতে গাছের ডাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
Rudra Narayan Roy