শান্তিপুর মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শতাব্দী প্রাচীন সুউচ্চ বটগাছে মানুষজন দেখেন আগুন জ্বলতে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মন্ডলের বাড়ি ওই এলাকাতে হওয়ার কারণে অনেকেই তাঁকে ফোন করে জানান তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা এসে দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কেউ বা কারা বেশ খানিকটা গাছের একটি ডালে মৌচাক ভেঙে মধু সংগ্রহ করে ধোঁয়া দিয়ে, তাদেরই অসাবধানবশত কারণেই হয়তো সেই আগুন কোন গাছের ডাল এবং গাছের মোটা ডালের কোটরের মধ্যে প্রবেশ করে যা ক্রমশ বিপদজনক হয়ে ওঠে। তবে, কারা এর সঙ্গে যুক্ত তা কিছু জানা যায়নি অনেকের অনুমান পাড়ার কেউ এর সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে। তবে, অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকদের মতে যদি বাতাস প্রবাহিত হতো তাহলে বড়োসড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে এদিন।
আরও পড়ুনঃ খেলেই পেট মোচড়? ওয়াক উঠছে? হজমশক্তির নড়বড়ে দশা! ৩ ঘরোয়া টোটকাতেই ফিরবে শরীরের হাল
তাঁরা কড়া নির্দেশ দিয়ে যান একদিকে প্রাকৃতিক সম্পদ গাছ মধু কিংবা মৌচাক সবটাই রক্ষা করার দায়িত্ব এলাকাবাসীর তবে এ ব্যাপারে সহযোগিতার প্রয়োজন হলে তারা পুলিশ প্রশাসন কিংবা বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, তবে আগামীতে এ ধরনের কিছু দেখলেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। তবে এ বিষয়ে বনদফতর এবং অগ্নি নির্বাপন কেন্দ্রের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান চলবে বলেই জানা গেছে সূত্রের খবর অনুযায়ী।
Mainak Debnath