TRENDING:

Accident: মৌমাছি তাড়াতে গিয়ে বট গাছে লাগল আগুন! নেভাতে হিমশিম দমকল কর্মীদের

Last Updated:

Accident: শতাব্দী প্রাচীন সুউচ্চ বটগাছের ডালে মৌচাক ভেঙে মধু পারতে ব্যবহার হয়েছিল ধোয়া, আর সেই আগুন থেকেই বড়সড় ডাল এবং গাছের কোটর জ্বলে উঠল দাউ দাউ করে। ফাগুন লাগুক বনে বনে তবে কখনোই আগুন নয়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: শতাব্দী প্রাচীন সুউচ্চ বটগাছের ডালে মৌচাক ভেঙে মধু পারতে ব্যবহার হয়েছিল ধোয়া, আর সেই আগুন থেকেই বড়সড় ডাল এবং গাছের কোটর জ্বলে উঠল দাউ দাউ করে। ফাগুন লাগুক বনে বনে তবে কখনোই আগুন নয়! শীত শেষে একদিকে যেমন পাতা ঝরা বসন্ত অন্যদিকে প্রচন্ড তীব্র দাবদাহে সবকিছু খটখটের শুকনো, সামান্য আগুনের ফুল্কিতেও ঘটে যেতে পারে বড়োসড়ো ক্ষতি। এ সময় আগুনের ব্যবহার সম্পর্কে সতর্ক বার্তা দিয়ে থাকেন অগ্নি নির্বাপন দফতর থেকে। কিন্তু অসচেতন কিছু মানুষের জন্যই চরম বিপদ নেমে আসে।
advertisement

আরও পড়ুনঃ কম্পিউটারের মতো ‘মেমরি’ থাকবে বুড়ো বয়সেও! ‘৩’ খাবার ‘অমৃত সমান’! প্রতি কামড়ে শক্তি বাড়াবে মস্তিষ্কের

শান্তিপুর মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শতাব্দী প্রাচীন সুউচ্চ বটগাছে মানুষজন দেখেন আগুন জ্বলতে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মন্ডলের বাড়ি ওই এলাকাতে হওয়ার কারণে অনেকেই তাঁকে ফোন করে জানান তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা এসে দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।

advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কেউ বা কারা বেশ খানিকটা গাছের একটি ডালে মৌচাক ভেঙে মধু সংগ্রহ করে ধোঁয়া দিয়ে, তাদেরই অসাবধানবশত কারণেই হয়তো সেই আগুন কোন গাছের ডাল এবং গাছের মোটা ডালের কোটরের মধ্যে প্রবেশ করে যা ক্রমশ বিপদজনক হয়ে ওঠে। তবে, কারা এর সঙ্গে যুক্ত তা কিছু জানা যায়নি অনেকের অনুমান পাড়ার কেউ এর সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে। তবে, অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকদের মতে যদি বাতাস প্রবাহিত হতো তাহলে বড়োসড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে এদিন।

advertisement

আরও পড়ুনঃ খেলেই পেট মোচড়? ওয়াক উঠছে? হজমশক্তির নড়বড়ে দশা! ৩ ঘরোয়া টোটকাতেই ফিরবে শরীরের হাল

তাঁরা কড়া নির্দেশ দিয়ে যান একদিকে প্রাকৃতিক সম্পদ গাছ মধু কিংবা মৌচাক সবটাই রক্ষা করার দায়িত্ব এলাকাবাসীর তবে এ ব্যাপারে সহযোগিতার প্রয়োজন হলে তারা পুলিশ প্রশাসন কিংবা বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, তবে আগামীতে এ ধরনের কিছু দেখলেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। তবে এ বিষয়ে বনদফতর এবং অগ্নি নির্বাপন কেন্দ্রের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান চলবে বলেই জানা গেছে সূত্রের খবর অনুযায়ী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: মৌমাছি তাড়াতে গিয়ে বট গাছে লাগল আগুন! নেভাতে হিমশিম দমকল কর্মীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল