TRENDING:

Accident: একের পর এক...! তিন তিনটি দোকান গুঁড়িয়ে দিল রোড রোলার, তারপর যা ঘটল, তুলকালাম! শহরের বুকে চাঞ্চল্যকর ঘটনা

Last Updated:

Accident : ব্রিজ থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৩টি দোকান গুড়িয়ে দিল রোড রোলার। অল্পের জন্য প্রাণে রক্ষা এক দোকানদারের। ঘটনায় রোড রোলার চালককে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল বিক্ষুব্ধ জনতা। গণধোলাই দেওয়ার সময় অর্ধনগ্ন হয়ে যায় গাড়ির চালক। এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের কালিতলা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : ব্রিজ থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৩টি দোকান গুড়িয়ে দিল রোড রোলার। অল্পের জন্য প্রাণে রক্ষা এক দোকানদারের। ঘটনায় রোড রোলার চালককে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল বিক্ষুব্ধ জনতা। গণধোলাই দেওয়ার সময় অর্ধনগ্ন হয়ে যায় গাড়ির চালক। এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের কালিতলা এলাকায়।
advertisement

এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পথচারী থেকে শুরু করে দোকান মালিক। পরে পুলিশ গেলে উত্তেজিত জনতার কাছ থেকে চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে রাস্তা মেরামতির কম্পন মেশিন (রোলার) গঙ্গারামপুর চৌপথি থেকে মহারাজপুর এলাকায় যাচ্ছিল। পুনভর্বা সেতু পার হতে রোলার মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে কালিতলায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ফুটপাতের পাশে বসা পান মশলার দোকান উড়িয়ে দেয়।

advertisement

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কাঁপাবে ৭ রাজ্য…! ‘দোসর’ দমকা হাওয়া! তাপপ্রবাহ হুঁশিয়ারি ৩ রাজ্যে, আগামী ৩ দিন কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

এরপর লটারির টেবিল, আখের রসের দোকান ও একটি ভুটভুটিও গুড়িয়ে দেয় রোড রোলারটি। একের পর এক দোকান ভাঙতে শুরু করায় হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে দোকানদার ও পথচারিরা ছুটে পালাতে শুরু করে। এরপরে রোলারের তলায় ভুটভুটি গেলে আটকে যায় রোলারের চাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোলার মেশিনটি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন।

advertisement

View More

আরও পড়ুন: ঘুম থেকে উঠেই…! গুনে গুনে করুন ২০টি পুশ-আপ! ১০ মিনিটের অভ্যাসেই বদলাবে জীবন, জানুন ‘অলৌকিক’ উপকার!

হাতের কাছে পেয়ে এলাকাবাসী বেধড়ক মারধর করেন রোড রোলার চালককে। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মন ও ট্রাফিক ওসি রজত প্রধান ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘাতক রোড রোলার ও ভুটভুটি উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: একের পর এক...! তিন তিনটি দোকান গুঁড়িয়ে দিল রোড রোলার, তারপর যা ঘটল, তুলকালাম! শহরের বুকে চাঞ্চল্যকর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল