এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পথচারী থেকে শুরু করে দোকান মালিক। পরে পুলিশ গেলে উত্তেজিত জনতার কাছ থেকে চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে রাস্তা মেরামতির কম্পন মেশিন (রোলার) গঙ্গারামপুর চৌপথি থেকে মহারাজপুর এলাকায় যাচ্ছিল। পুনভর্বা সেতু পার হতে রোলার মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে কালিতলায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ফুটপাতের পাশে বসা পান মশলার দোকান উড়িয়ে দেয়।
advertisement
এরপর লটারির টেবিল, আখের রসের দোকান ও একটি ভুটভুটিও গুড়িয়ে দেয় রোড রোলারটি। একের পর এক দোকান ভাঙতে শুরু করায় হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে দোকানদার ও পথচারিরা ছুটে পালাতে শুরু করে। এরপরে রোলারের তলায় ভুটভুটি গেলে আটকে যায় রোলারের চাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোলার মেশিনটি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন।
হাতের কাছে পেয়ে এলাকাবাসী বেধড়ক মারধর করেন রোড রোলার চালককে। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মন ও ট্রাফিক ওসি রজত প্রধান ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘাতক রোড রোলার ও ভুটভুটি উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
সুস্মিতা গোস্বামী