দুর্ঘটনা ঘটার মুহূর্তে স্থানীয় মানুষ উদ্ধারে ঝাঁপিয়ে পড়লেও শেষ রক্ষা হল না। গত কয়েকদিন আগে এক বাইক আরোহী একটি চার চাকা গাড়ির বৃষ্টি হয়ে মৃত্যু হবার ঘটনা সিসি ক্যামেরা বন্দী হতে দেখা যায়। এবার এক বাইক আরোহী অন্য একটি বাইকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু। মর্মান্তিক সেই দৃশ্য সিসি ক্যামেরা বন্দি।
advertisement
ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর মায়তাপুকুর এলাকায়। নির্জন প্রায় ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিক থেকে রাস্তার ডানদিকে হয়ে আরোহী বাইক থেকে ছিটকে পরে রাস্তায়। উল্টো দিক থেকে আসা একটি বাইক তাতে দুইজন আরোহী। সিসি ক্যামেরাবন্দি দৃশ্যে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরলএক বাইক আরোহী। উল্টো দিক থেকে আসা বাইকের চাকা গেল তার উপর দিয়ে। দুর্ঘটনা ঘটা মাত্রই স্থানীয় মানুষ উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ল।
বাইক তার বুকের উপর দিয়ে যায় বলে জানা গেছে। জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। জানা গেছে মৃত ওই যুবক সুরজিৎ মালিক, হুগলি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত মণ্ডলিকার বাসিন্দা।