Lalit Modi: ললিত মোদি ভারতের হাত থেকে পালিয়ে হাজার মাইল দূরে যেতে চেয়েছিলেন, এবার এমন ঝটকা খেলেন, মুখ থুবড়ে পড়লেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2025 -র আগে নিজেকে গুছিয়ে নেওয়ার পুরো প্ল্যানিং করে নিয়েছিলেন ললিত মোদি, কিন্তু ‘মারে হরি রাখে কে’
ভারতীয় ক্রিকেটে বিপ্লব এনেছিলেন তিনি৷ তিনি ললিত মোদি৷ আর কয়েক দিন বাদেই আইপিএলের অষ্টাদশ মরশুম৷ তার আগে নিজেকে নিয়ে ফের নয়া বিপাকে পড়লেন ললিত মোদি৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ললিত মোদি লন্ডনে ভারতীয় হাইকমিশনে তার ভারতীয় পাসপোর্ট সমর্পণের আবেদন করার কয়েকদিন পর, ভানুয়াটুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট সোমবার নাগরিকত্ব কমিশনকে মোদির ভানুয়াটুর পাসপোর্ট বাতিল করার নির্দেশ জারি করেছেন।
advertisement
ভারতে বিভিন্ন তছরুপের কেসে অভিযুক্ত পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশটির নাগরিকত্ব ব্যবহার করে প্রত্যর্পণ এড়ানোর পরিস্থিতির তৈরি টের পেয়ে যান তাঁদের প্রধানমন্ত্রী নাপাট৷ এরই জেরে তিনি আর আগ্রহী নন পাসপোর্ট দিতে আর তাই ললিত মোদিরচেষ্টা শেষ হয়ে গেল বলে ওয়াকিবহাল সূত্রে খবর৷
advertisement
সাম্প্রতিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে প্রাক্তন আইপিএল প্রধান লিগের নেতৃত্বে থাকাকালীন কোটি কোটি টাকা আত্মসাৎ-র অভিযোগে ভারতের আইন বলবৎ রাখার তদন্ত সংস্থাগুলিকে খুঁজছেন বলে জানা গেছে, তাঁর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভানুয়াটুর প্রধানমন্ত্রী নাপাট এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, "আমি নাগরিকত্ব কমিশনকে ললিত মোদীর ভানুয়াটু পাসপোর্ট বাতিল করার জন্য অবিলম্বে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি৷’’
advertisement
ললিত মোদির আবেদনের স্ট্যান্ডার্ড ব্যাকগ্রাউন্ড চেক করা হলেও, ইন্টারপোল স্ক্রিনিং সহ, যেখানে সেই সময়ে কোনও অপরাধমূলক দোষী সাব্যস্ততা প্রকাশ করা হয়নি, সাম্প্রতিক প্রতিবেদনগুলি তুলে ধরেছে যে ইন্টারপোল অপর্যাপ্ত বিচার সংক্রান্ত প্রমাণের কারণে তাঁর বিরুদ্ধে সতর্কতা নোটিশ জারি করার জন্য ভারতের অনুরোধ দু'বার প্রত্যাখ্যান করেছে।
advertisement
এই ধরনের সতর্কতা অনুমোদিত হলে, ব্যবসায়ীর নাগরিকত্বের আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যানের দিকে পরিচালিত হত। "গত ২৪ ঘণ্টায় আমাকে জানানো হয়েছে যে ইন্টারপোল ভারতীয় কর্তৃপক্ষের মিস্টার ললিত মোদির বিরুদ্ধে সতর্কতা নোটিশ জারি করার অনুরোধ দুবার প্রত্যাখ্যান করেছে, কারণ তার কাছে যথেষ্ট বিচারিক প্রমাণ নেই। এই ধরণের যে কোনও সতর্কতা মিস্টার মোদির নাগরিকত্বের আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান করে দিত," বিবৃতিতে বলা হয়েছে।
advertisement
তদুপরি, প্রধানমন্ত্রী নাপাট আরও উল্লেখ করেছেন যে ভানুয়াটুর নাগরিকত্ব একটি বিশেষাধিকার, অধিকার নয় এবং আবেদনকারীদের অবশ্যই বৈধ কারণে এটি চাইতে হবে। "এই বৈধ কারণগুলির মধ্যে কোনওটিই প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা অন্তর্ভুক্ত নয়, যা সাম্প্রতিক তথ্যগুলি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ললিত মোদীর উদ্দেশ্য ছিল," তিনি বলেন। পলাতক ব্যবসায়ী ৭ মার্চ তার ভারতীয় পাসপোর্ট সমর্পণের জন্য একটি আবেদন জমা দেন, যা পরে বিদেশ মন্ত্রণালয় (MEA) নিশ্চিত করে।
advertisement
MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, "তিনি লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনে তার পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেছেন। বিদ্যমান নিয়ম এবং পদ্ধতির আলোকে এটি পরীক্ষা করা হবে। আমাদের এটাও বুঝতে দেওয়া হয়েছে যে তিনি ভানুয়াতুর নাগরিকত্ব অর্জন করেছেন। আইন অনুসারে আমরা তার বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছি৷"