স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর ২ নম্বর অঞ্চলের অধীনস্থ আমতা গ্রামের বাসিন্দা ৫৮ বছরের তোয়েব গাজী। তিনি মাজমপুরে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিলেন। সঙ্গে আরও একজনকে নিয়ে নিমন্ত্রন খেয়ে বাইকে চেপে হাড়োয়া রাজারহাট রোড ধরে আমতার গ্রামের বাড়িতে ফিরছিলেন। মাজমপুরের একটি মোড় পার করতেই একটি পাইপ বোঝায় ট্রাক তাঁর বাইকটিকে পেছন থেকে ধাক্কা মারে। তারপর ওই ব্যক্তি ট্রাকের চাকার তলায় পড়ে পৃষ্ঠ হয়ে যান।
advertisement
আরও পড়ুন: জঙ্গলে জোড়া দেহ! দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য
সঙ্গে থাকা অপর ব্যক্তি ও আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের দুইজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানেই ৫৮ বছরের তোয়েব গাজীকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: শিমূল-পলাশে রাঙা, অপরূপ প্রকৃতির মাঝে ৯ দিনের নিরামিষ মেলা! ঘুরে আসুন, রইল হদিশ
তাঁর মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কী ভাবে ঘটল দুর্ঘটনা? জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি ভ্যানচালক ছিলেন এবং পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন তিনিই। অকালেই তাঁর প্রাণ চলে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার।
যদিও ইতিমধ্যে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গোপালপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বাকবুল কালাম মুন্সি। তাঁর অকাল মৃত্যুতে আমতা গ্রামের পাশাপাশি পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া।
জুলফিকার মোল্যা