আরও পড়ুন: ‘এখনই বাড়ি ফিরব না’, ১৭ দিন পর সুড়ঙ্গ থেকে বেরিয়েও কর্তব্যে অবিচল, কাজে ফিরতে চান হুগলির জয়দেব
কন্ট্রোল রুমে কোন দুর্ঘটনার খবর এলেই বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন পুলিশ ফায়ার হেলথ সহ বিভিন্ন দফতরে কর্মীরা সেখানে উপস্থিত হয়। ঘটনার পরে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। এদিন একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে আগুন লেগে যাওয়া যা যা করনীয় তা বিভিন্ন কর্মীদেরকে নিয়ে মকড্রিল করা হল। আর এই সমস্ত দেখতে শহরবাসী রেল স্টেশনে ভিড় জমায়। আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান, আজকে মূলত ট্রেনের একটি মহড়া শুরু হয়েছে বিভিন্ন কর্মীদের নিয়ে। যে কোনো পরিস্থিতিতে ট্রেনের দুর্ঘটনা হলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই সব বিষয় নিয়ে তুলে ধরা হয়।
advertisement
আরও পড়ুন: মাঠে নেমে কৃষকদের সঙ্গে কী করছেন এই সাংসদ!
বিশেষ করে ট্রেন দুর্ঘটনায় এখানে মকড্রিল হয়েছে ২৯ জন দুর্ঘটনায় পড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার কাজ কিভাবে করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সময় দেখা যায় ট্রেনে দুর্ঘটনার কবলে পড়েছে। তারই প্রস্তুতি কিভাবে দ্রুততার সঙ্গে করা যায় সেই বিষয়টি তুলে ধরেন বিভিন্ন রেল আধিকারিকরা। জেলার এই প্রথম অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেই সঙ্গে সামনাসামনি এই দুর্ঘটনা ব্যবস্থাপনা দেখতে
Suvojit Ghosh