Hooghly News: মাঠে নেমে কৃষকদের সঙ্গে কী করছেন এই সাংসদ!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
নভেম্বর ও ডিসেম্বর মাসের এই সময় মাঠের ধান কাটার পর নতুন আলু চাষ করেন কৃষকরা। ধান তোলার পরে খড় বা নাড়া সহজে নষ্ট করার জন্য চাষিরা মাঠেতেই তা পুড়িয়ে দেন
হুগলি: নাড়া পোড়ালে পরিবেশের ক্ষতি হয়, চাষের জমিতে নেমে সেই কথাই কৃষকদের বোঝালে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। একেবারে মাঠে নেমে চাষিদের সঙ্গে কাজে হাত লাগান তিনি। সাংসদকে এই ভূমিকায় নেমে অবাক হয়ে যান তাঁরা।
নভেম্বর ও ডিসেম্বর মাসের এই সময় মাঠের ধান কাটার পর নতুন আলু চাষ করেন কৃষকরা। ধান তোলার পরে খড় বা নাড়া সহজে নষ্ট করার জন্য চাষিরা মাঠেতেই তা পুড়িয়ে দেন। এরফলে একদিকে যেমন বায়ু দূষণ ঘটে ঠিক তেমনই আগুনের তাপে মাটির মধ্যে বসবাসকারী বিভিন্ন উপকারী কীট-পতঙ্গের মৃত্যু ঘটে। যার ফলে উর্বরতা হারায় চাষের জমি। সেই কথাই চাষিদের বোঝাতে একেবারে ময়দানে নামলেন স্বয়ং সাংসদ।
advertisement
advertisement
এই বিষয়ে সাংসদ অপরুপা পোদ্দার বলেন, বাংলার মুখ্যমন্ত্রী সব সময় কৃষকদের পাশে আছেন। ঠিক সেভাবেই তিনি একেবারে মাঠে নেমে কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের এ বছরে কেমন ফলন হয়েছে সেই বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করানোর জন্য তাঁদেরকে বোঝালেন, যাতে নাড়া না পোড়ায়। শুধু তিনি যে কৃষকদের বোঝালেন এমনটা নয়, কীভাবে খড়ের আঁটি বাঁধতে হয় এবং কোন ধান কেমন হয় তা খোদ মাঠে দাঁড়িয়ে চাষিদের থেকে বুঝলেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
সম্প্রতি সময়ে পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যে চাষ জমিতে মধ্যে এই নাড়া পোড়ানোর ফলে পরিবেশ দূষণের সম্মুখীন হতে হয়েছে। যার ফলে বাতাসের অক্সিজেনের পরিমাণে ঘাটতি শুরু হয়েছে। ঠিক সেই কারণেই জেলার চাষিরা যাতে আর নাড়া পোড়ানোর মতো ঘটনা না ঘটায় সেই কারণেই সাংসদের এই অভিনব সচেতনতা বার্তা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 6:50 PM IST