কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত জানাচ্ছেন, দুর্ঘটগ্রস্থ ওই গাড়িতে থাকা ব্যক্তি। চালক সন্ন্যাসী এবং সেবক-সহ মোট আটজন যাত্রী নিয়ে ভারত সেবাশ্রমের একটি গাড়ি মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মুখোমুখি হয় বালি বোঝাই ট্রাকের। কীভাবে মর্মান্তিক ঘটনা, দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছেন যাত্রী।
advertisement
সকাল ৬টা ২০ নাগাদ স্বাভাবিক ভাবে গাড়ি চলছে। হঠাৎ গাড়ির পিছন থেকে ঝাঁকুনি তারপর দুর্ঘটনার কবলে। ট্রাকের মুখোমুখি হয়ে জাতীয় সড়কের উপর পাল্টি খায় গাড়ি। ভারত সেবাশ্রমের গাড়িতে চালক-সহ মোট ৯ জন যাত্রী নিয়ে গড়িয়া থেকে যাত্রা শুরু হয়। এক্সাইটে এসে এক সন্ন্যাসী অন্য কাজের জন্য নেমে পড়েন। তারপর আবার যাত্রা শুরু, প্রায় দু’ঘণ্টা পর বাগনান পৌঁছে দুর্ঘটনা কবলে। দুর্ঘটনায় প্রাণ হারায় ভারত সেবাশ্রমের এক সন্ন্যাসী এবং এক সেবক।
আরও পড়ুন: শরীর হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল, দই দিয়ে বানানো এই পদ খেলেই কমবে ওজন-ত্বক চকচকে! রইল সহজ রেসিপি
এছাড়াও ৫-৭ জন আহত। গুরুতর আহত গাড়ির চালক। গাড়িতে থাকা ভারত সেবার শ্রমের সেবক তপন হাজরা জানান, ভোর ৪:৩০ নাগাদ গড়িয়া ভারত সেবাশ্রম থেকে মেদিনীপুরের মহিষাদল ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। গন্তব্যে পৌঁছুতে আরও কিছুটা পথ বাকি হাওড়ার বাগনানে সেই সময় হঠাৎ গাড়িতে ঝাঁকুনি তারপরই দুর্ঘটনা। গাড়িতে থাকা সকলেরই কমবেশি চোট লেগেছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সন্ন্যাসী শুভঙ্করানন্দ এবং সেবক বাসুদেব।
রাকেশ মাইতি