অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার শুরুতেই তুমুল ঝড় বৃষ্টি, ত্রিপলের শেড ভেঙে মাথায় পড়ে আহত একাধিক। মঞ্চ ছেড়ে পালালো তৃণমূল নেতারা। বন্ধ হয়ে গেল অভিষেকের সভা। এদিন নদিয়ার বাদকুল্লায় বেলা তিনটের সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি ছিল। বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে ত্রিপলের সেড করা হয়েছিল। জনসভার শুরু হওয়ার কিছুক্ষণ আগেই প্রথমে কালো মেঘে ছেয়ে যায়।
advertisement
আরও পড়ুন: ফের ওড়িশায় ট্রেনে ভয়াবহ ঘটনা, মুহূর্তে দাউদাউ আগুন! এসি কামরায় কান্নার রোল
এরপরেই শুরু হয় প্রবল ঝড় আর বৃষ্টি। দমকা হাওয়ায় রীতিমতো দুলছিল ত্রিপলের শেড। এবং তারপরেই দমকা হাওয়ায় শেডের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখনই মঞ্চে ছিল তৃণমূলের জেলা স্তরের নেতা নেত্রীরা। মঞ্চের পিছনের ত্রিপল ছিড়ে যেতেই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসে নেতা-নেত্রীরা। শেডের উপর থেকে পড়ে আহত এক প্যান্ডেল কর্মী। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: বিজেপিতে ধস, তৃণমূলে বড় যোগদান! পঞ্চায়েতের আগে পিংলায় হইচই
এ বিষয়ে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আবহাওয়ার কারণে মূলত বন্ধ হয়ে গেল জনসভা কর্মসূচি। তবে রাস্তায় মিছিল করে জনসংযোগ কর্মসূচি করার চিন্তা ভাবনা চলছে। এই প্রথম নয়, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঝড় বৃষ্টি কারণে বাতিল হয়ে গেছে। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল নদিয়ার বাদকুল্লায়।”
——- Mainak Debnath