অভিষেকের সংযোজন, ”আগামিকাল প্রচার শেষ৷ আগামী ৮ তারিখের ভোটে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বদলাবে না। এটা ব্লকের ভোট। তাই সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, সেটা সুনিশ্চিত করতে হবে৷ গত দু’মাস ধরে জনমত সংগ্রহ করা হয়েছে। তার ভিত্তিতেই প্রার্থী দেওয়া হয়েছে। বিজেপির নেতারা গত আড়াই বছর ধরে কেন্দ্র থেকে পাওনা টাকা বন্ধ করে রেখেছে।”
advertisement
আরও পড়ুন: ডাক উপেক্ষা করলেন সায়নী ঘোষ, এবার কি বড় ব্যবস্থা ইডির? তুমুল জল্পনা
কালনায় দাঁড়িয়ে অভিষেক বলেন, পূর্ব বর্ধমান জেলা বিধানসভায় ১৬ আসনে, ১৬’টিতেই তৃণমূল কংগ্রেস জিতেছে৷ এবারও সব পঞ্চায়েত জিততে হবে। তাই ২০২১ এর মতো এবারও ২০২৩ সালে চোখে দেখে ভোট দিতে হবে। আগামী ছ’মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি দুয়ারে রেশন দিয়ে আসবে৷ নিত্যপ্রয়োজনীয় জিনিস, দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য একমাত্র দায়ী হল এই প্রধানমন্ত্রী। বিজেপি ভাইরাসের টিকা হল তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়।”
আরও পড়ুন: চরম দুর্দিন অনুব্রত-কন্যার, কাকুতিমিনতি করেও হল না লাভ! অসহায় সুকন্যা
এরপরই রাজ্য সরকারি নানা প্রকল্প নিয়ে বলতে গিয়ে বিজেপিকে একহাত নেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তিনি বলেন, ”লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দু’মাস আগেও টিটকিরি করছিল এই বিজেপি। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছে, তাদের বলেছে ভিক্ষার টাকা। আর এখন বলছে ক্ষমতায় আসলে ২০০০ টাকা করে দেব। ক্ষমতায় থাকা রাজ্যগুলির একটাতেও দিয়ে দেখাও। আর সুকান্ত বনাম শুভেন্দুর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে৷ প্রধানমন্ত্রী বড় ঢপ মারছে, আর বিরোধী দলনেতা ছোট ঢপ মারছে৷”
