Anubrata Mondal Daughter: চরম দুর্দিন অনুব্রত-কন্যার, কাকুতিমিনতি করেও হল না লাভ! অসহায় সুকন্যা

Last Updated:

Anubrata Mondal Daughter: অনুব্রত কন্যা আদালতে আরও জানান, ভবিষ্যতে মামলা চালানোর জন্য বা কোনও নামী আইনজীবীকে নিয়োগ করার জন্যও তার হাতে পর্যাপ্ত টাকা নেই।

চাপে অনুব্রত মণ্ডল কন্যা
চাপে অনুব্রত মণ্ডল কন্যা
নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। আবেদনের শুনানি ৯ অগস্ট। গরু পাচার মামলায় তিহাড় বন্দি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডল। বিগত কিছু মাস থেকে একের পর এক জামিনের আবেদন করেও নিরাশ হতে হয়েছে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডলকে। সোমবার ফের একবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ছ-সপ্তাহের জন্য অন্তবর্তী জামিনের আবেদন করেছিলেন সুকন্যা মণ্ডল।
‘আইনি লড়াইয়ের টাকা নেই’, এই যুক্তি দিয়েই এবার জামিন চেয়েছেন কেষ্ট কন্যা। সুকন্যার দাবি, নিজের আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে চান। তাই অবিলম্বে অন্তবর্তী জামিন দরকার।
দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দায়ের করা লিখিত আবেদনে সুকন্যা জানিয়েছেন, ইডি তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করায় তিনি কার্যত ‘কপর্দকশূন্য’, এমনকি নিজের আইনজীবীদের ‘ফি’ জোগাতেও তিনি অক্ষম।
advertisement
advertisement
অনুব্রত কন্যা আদালতে আরও জানান, ভবিষ্যতে মামলা চালানোর জন্য বা কোনও নামী আইনজীবীকে নিয়োগ করার জন্যও তার হাতে পর্যাপ্ত টাকা নেই। তাই অবিলম্বে তার জামিনের ব্যবস্থা করা হোক। সুকন্যা আরও জানিয়েছেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল এবং তিনি নিজে জেলে থাকায় তাঁদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠরা কেউই আর্থিক সাহায্য করছেন না। ‘আমরা অসহায়, পাশে দাঁড়ানোর কেউ নেই’ এই মর্মেই আগামী ছ-সপ্তাহের জন্য অন্তবর্তী জামিন পেলে মামলা লড়ার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারবেন বলে আবেদনে জানিয়েছেন সুকন্যা।
advertisement
আবেদনে নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তী জামিন দেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি তিনি সম্পূর্ণভাবে আদালতের নির্দেশ মেনে চলবেন বলেও জানিয়েছেন। সমস্ত দিক বিচার করে সুকন্যার আবেদনের পরিপ্রেক্ষিতে রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ সিবিআই বিচারক রঘুবীর সিং নোটিস দিয়ে ইডির জবাব তলব করেছেন। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal Daughter: চরম দুর্দিন অনুব্রত-কন্যার, কাকুতিমিনতি করেও হল না লাভ! অসহায় সুকন্যা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement