Saayoni Ghosh: ভোটের উত্তাপের মাঝে দ্বিতীয়বার ইডির তলব সায়নীকে, যুবনেত্রীর উপস্থিতি নিয়ে 'ধোঁয়াশা'

Last Updated:

Saayoni Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের তাঁকে তলব করা হয়েছে। প্রশ্ন উঠছে, সায়নী কি সশরীরেই হাজিরা দেবেন?

আজ ফের সায়নীকে তলব
আজ ফের সায়নীকে তলব
কলকাতা: গত শুক্রবার সকাল থেকে রাত টানা ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত ১০টা ৪৫ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতর থেকে বেরিয়েছিলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। জিজ্ঞাসাবাদের ধকল সত্ত্বেও আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, “আমার কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। আমি দিয়েছি। ১০০ শতাংশ সহযোগিতা করেছি তদন্তে।” নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের তাঁকে তলব করা হয়েছে। প্রশ্ন উঠছে, সায়নী কি সশরীরেই হাজিরা দেবেন?
শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর শনিবার ও রবিবারও তৃণমূলের ভোট প্রচারে ছিলেন না সায়নী। ছিলেন না ইডির জিজ্ঞাসাবাদের আগের দুদিনও। আর একইভাবে সোমবারও তৃণমূলের প্রচারক তালিকায় ঠাঁই ছিল না সায়নীর। এদিন প্রচার তালিকায় নাম থাকলেও বৃহস্পতিবার প্রচারে যাননি সায়নী ঘোষ। পূর্ব বর্ধমানে  তাঁর প্রচার করার কথা ছিল। ‘মায়ের শরীর ভাল নয়’ দলকে জানিয়েছেন সায়নী।
advertisement
advertisement
প্রথমদিন সায়নী জানিয়েছিলেন, কুন্তলের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না তা তদন্তেই উঠে আসবে।’  ইডির নোটিস মিলেছিল ৪৮ ঘণ্টা আগে। সেই মতো প্রায় নির্দিষ্ট সময়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। প্রায় সাড়ে ১১ ঘণ্টা চলে মারাথন জেরা। কী প্রশ্ন করা হয়েছে, সেই নিয়ে ধোঁয়াশা থাকলেও, সায়নী জানিয়েছেন, তিনি ১০০ শতাংশ সহযোগিতাই করেছেন। তিনি এও বলেন, তদন্তের প্রয়োজনে তিনি ২৪ ঘণ্টাও থাকতে প্রস্তুত।
advertisement
সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এদিন উপস্থিত থাকতে পারেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসারেরা। এছাড়াও ইডি-র একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারও জিজ্ঞাসাবাদ পর্বে থাকবেন বলে জানা গিয়েছে। রেকর্ড করা হতে পারে সায়নীর বয়ান।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh: ভোটের উত্তাপের মাঝে দ্বিতীয়বার ইডির তলব সায়নীকে, যুবনেত্রীর উপস্থিতি নিয়ে 'ধোঁয়াশা'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement