Mamata Banerjee Interview: ‘তিরিশ সেকেন্ড দেরি হলেই...’ ঝড়ঝঞ্ঝায় কপ্টারে ঘটতে পারত মারণ দুর্ঘটনা, বললেন মমতা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee Interview: হেলিকপ্টার থেকে নামার সময় চোট পেয়েছিলেন তিনি৷ কিন্তু তার আগে, কেন হেলিকপ্টারকে আপৎকালীন ল্যান্ডিং করতে হল?
কলকাতা: পঞ্চায়েত ভোটের মুখে তিনি কার্যত প্রচার থেকে বিশ্রামে৷ কারণ, ঠিক এক সপ্তাহ আগে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা৷ হেলিকপ্টার থেকে নামার সময় চোট পেয়েছিলেন তিনি৷ কিন্তু তার আগে, কেন হেলিকপ্টারকে আপৎকালীন ল্যান্ডিং করতে হল? নিউজ ১৮ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিনে সাক্ষাৎকারে মমতা বলেন, ‘‘এমনিতে ভালই আছি৷ সে দিন আর তিরিশ সেকেন্ড যদি সময় নিত, তা হলে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যেত৷’’ এমনই এক পরিস্থিতিতে সেদিন পড়েছিল হেলিকপ্টার৷ প্রবল ঝড়বৃষ্টির মধ্যে দিগভ্রষ্ট হয়ে কার্যত ক্র্যাশ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, সে কথা বললেন মুখ্যমন্ত্রী৷ তিনি বললেন, সে দিন চালকের তৎপরতায় মারণ এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল কপ্টার৷
advertisement
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়া চাইলে মুছে দিতে হবে নির্দিষ্ট সিসিটিভি ফুটেজ, প্রেসিডেন্সিতে জারি ফতোয়া উঠে গেল
এয়ার বেসে হেলিকপ্টার নামার পর সেখান থেকে লাফিয়ে নামতে গিয়েই চোট পেয়েছিলেন মমতা৷ সেই প্রসঙ্গে তিনি বললেন, ‘‘অতদূর থেকে লাফ দিতে গিয়ে, মানে না লাফিয়ে উপায় ছিল না৷ তখন ঝড়-ঝঞ্ঝায় পরিস্থিতি এমন ছিল না৷ সেদিন লাফ দিতে গিয়ে, হাঁটুতে চোট পেয়েছি৷ ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা করে বলছেন, হাঁটুটা আঘাতপ্রাপ্ত হয়েছে. কোমরেও লেগেছে৷ ওরা আমাকে বলেছিল হাসপাতালে থেকে চিকিৎসা করাতে৷ কিন্তু আমি ভাবলাম, হাসপাতালে থেকে চিকিৎসা করালে একটা বেড অকুপ্যাই হবে, কয়েকজন চিকিৎসকে ব্যস্ত রাখতে হবে৷ তাই ভাবলাম, ঘরে বসে কাজগুলো করেনি৷ তার মানে সাত-আটদিন ট্রিটমেন্ট করিয়ে নেব ভাবলাম, তারপর হাসপাতালে যাব৷ এখন দিনে ৪ ঘণ্টা থেরাপি চলছে৷ থেরাপি চললে মনের উপর একটা ঝড় যায়৷ এখন সোজা হাঁটতে পারছি একটু-একটু৷ তবু হাঁটু আর কোমরে লাগছে৷’’
advertisement
সেদিন কেমন ছিল পরিস্থিতি, ‘সেদিন কোনও ফায়ার ব্রিগেড ছিল না, কিছুই ছিল না৷ চালকের বুদ্ধিতে আমরা বেঁচে গিয়েছি৷ আমাদের দেড় ঘণ্টা বসতে হয়েছিল৷ চা ওরা অফার করেছিল, সেই কারণেই আমরা চা খেয়েছিলাম৷ চালক বুদ্ধি করে ম্যাপে দেখেছিলেন, সামনে একটা এয়ারবেস আছে৷ সেটা দেখে উনি নামিয়েছিলেন কপ্টার৷ আমি শুনেছি, তিন মিনিট এটিসির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না৷ মাত্র তিরিশ সেকেন্ড এদিক-ওদিক হলেই কপ্টার ক্র্যাশ করে যেত৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 8:46 PM IST