Presidency University: পড়ুয়া চাইলে মুছে দিতে হবে নির্দিষ্ট সিসিটিভি ফুটেজ, প্রেসিডেন্সিতে জারি ফতোয়া উঠে গেল
- Written by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
রইল না মেলামেশায় বাধা, তুলে দেওয়া হলো বিতর্কিত কোড অফ কন্ডাক্ট, সংগ্রামের জয়, বলছেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা
কলকাতা: বিশ্ববিদ্যালয়ের অন্দরে নীতি পুলিশির অভিযোগে সরগরম হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সমালোচনাও ধেয়ে এসেছিল বিভিন্ন মহল থেকে। শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের পাল্টে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। ক্যাম্পাসে কীভাবে আন্দোলন করা হবে, কীভাবে মেলামেশা করতে হবে, কার্যত সবকিছুতেই হস্তক্ষেপ ভালোভাবে নেয়নি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এবার সেই কোড অফ কন্ডাক্ট তুলে দিতে বাধ্য হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফে দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে লিখিত আকারে দেওয়া হয়েছে, কোড অফ কন্ডাক্ট পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত। ডিন অফ স্টুডেন্ট এর তরফে লিখিত আকারে এই সিদ্ধান্তের কথা ছাত্রছাত্রীদের জানানো হয়েছে।
কোড অফ কন্ডাক্ট তুলে দিতে বাধ্য হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষadvertisement
advertisement
শুধুমাত্র কোড অফ কন্ডাক্ট এর নামেই একাধিক স্টুডেন্টদের অভিভাবকদের কলেজে ডেকে পাঠানোর ঘটনাও ঘটেছিল গত কয়েক মাসে। ছাত্র-ছাত্রীদের তরফ থেকে এই ঘটনার বারবার প্রতিবাদ করা হচ্ছিল। অনেক ছাত্র-ছাত্রীই এই বাড়বাড়ন্ত মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন বলে দাবি করা হচ্ছিল। স্বভাবতই এই ঘটনারও পরিবর্তন ঘটতে চলেছে এই সিদ্ধান্তের মাধ্যমে।
আরও পড়ুন – France Riots: ফ্রান্সে চরম বিক্ষোভ চলছেই, নাহেলের ঠাকুমা শান্তির আবেদন করে বললেন ‘এই’ কথা
advertisement
পাশাপাশি ডিন অফ স্টুডেন্টের তরফে লিখিত আকারে জানানো হয়েছে, কোন ছাত্র-ছাত্রী চাইলে সিসিটিভিতে রেকর্ড হওয়া তার কোন নির্দিষ্ট ছবি ডিলিট করতে হবে। একমাত্র কোন ছাত্র-ছাত্রীর তরফে করা কোন বিশেষ অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করতে পারবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের তরফ থেকে এই দাবিও আসে, যাতে সিসিটিভি সংক্রান্ত সব তথ্য(অডিট রিপোর্ট) কোন জায়গায় আছে, তার লিখিত ডকুমেন্ট ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিতে হবে।
advertisement
যদিও বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফে, বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে হেনস্থা হওয়া সমস্ত ছাত্রছাত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হচ্ছে কর্তৃপক্ষের কাছে। এসএফআই প্রেসিডেন্সি ইউনিটের প্রেসিডেন্ট আনন্দরূপা ধর জানান, ” এই লিখিত আশ্বাসেও থেমে থাকবো না আমরা, প্রেসিডেন্সির মুক্ত চিন্তার পরিসর রক্ষা করতে বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাঁটব”।
Sanhyik Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2023 7:22 AM IST










