Mamata Banerjee: ছ' মাস পরেই লোকসভা ভোট? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি মমতার, জোর জল্পনা

Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: খাতায় কলমে লোকসভা নির্বাচনের এখনও প্রায় এক বছর দেরি৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এক বছর নয়৷ ছ মাস পরই লোকসভা নির্বাচন হয়ে যেতে পারে৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ দিন এমনই দাবি করেছেন তৃণমূলনেত্রী৷
এ দিন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, এক বছর পরেই লোকসভা নির্বাচন৷ বিরোধীদের যে জৌট আলোচনা শুরু হয়েছে, তা শেষ পর্যন্ত কতটা কার্যকরী হবে৷ তখনই মুখ্যমন্ত্রী বলেন, এক বছর নয়, ভোট হতে পারে ছ মাস পরেই৷ তবে বিরোধীদের জোট নিয়ে খুব বেশি বাক্যব্যয় করতে চাননি মুখ্যমন্ত্রী৷ তিনি শুধু বলেন, একদিনে সবকিছু হয় না৷
advertisement
advertisement
গত মাসেই পটনায় মিলিত হয়েছিলেন বিরোধী শিবিরের নেতারা৷ এ মাসের ১৭ এবং ১৮ তারিখে বেঙ্গালুরুতে দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন রাহুল গান্ধি, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা৷ যদিও এই বৈঠকে তৃণমূলনেত্রীর উপস্থিতি নিয়ে সামান্য হলেও সংশয় তৈরি হয়েছিল৷ কারণ পায়ে চোট লাগার কারণে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী এ দিন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন, আগামী ৬ জুলাই এসএসকেএম হাসপাতালেই তাঁর পায়ে ছোট অস্ত্রোপচার হতে পারে। তবে তিনি যে বেঙ্গালুুরুর বৈঠকে যাচ্ছেনই, তা এ দিনই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
বিরোধীদের প্রথম দফার বৈঠকের পর আপ এবং কংগ্রেসের মতপার্থক্য সামনে এসেছিল। যদিও এই সমস্যাও মিটে যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। এ দিনও তিনি জোরের সঙ্গে দাবি করেছেন, ‘নরেন্দ্র মোদি সরকারের আয়ু আর মাত্র ছ’ মাস।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ছ' মাস পরেই লোকসভা ভোট? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি মমতার, জোর জল্পনা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement