Mamata Banerjee: ছ' মাস পরেই লোকসভা ভোট? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি মমতার, জোর জল্পনা

Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: খাতায় কলমে লোকসভা নির্বাচনের এখনও প্রায় এক বছর দেরি৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এক বছর নয়৷ ছ মাস পরই লোকসভা নির্বাচন হয়ে যেতে পারে৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ দিন এমনই দাবি করেছেন তৃণমূলনেত্রী৷
এ দিন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, এক বছর পরেই লোকসভা নির্বাচন৷ বিরোধীদের যে জৌট আলোচনা শুরু হয়েছে, তা শেষ পর্যন্ত কতটা কার্যকরী হবে৷ তখনই মুখ্যমন্ত্রী বলেন, এক বছর নয়, ভোট হতে পারে ছ মাস পরেই৷ তবে বিরোধীদের জোট নিয়ে খুব বেশি বাক্যব্যয় করতে চাননি মুখ্যমন্ত্রী৷ তিনি শুধু বলেন, একদিনে সবকিছু হয় না৷
advertisement
advertisement
গত মাসেই পটনায় মিলিত হয়েছিলেন বিরোধী শিবিরের নেতারা৷ এ মাসের ১৭ এবং ১৮ তারিখে বেঙ্গালুরুতে দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন রাহুল গান্ধি, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা৷ যদিও এই বৈঠকে তৃণমূলনেত্রীর উপস্থিতি নিয়ে সামান্য হলেও সংশয় তৈরি হয়েছিল৷ কারণ পায়ে চোট লাগার কারণে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী এ দিন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন, আগামী ৬ জুলাই এসএসকেএম হাসপাতালেই তাঁর পায়ে ছোট অস্ত্রোপচার হতে পারে। তবে তিনি যে বেঙ্গালুুরুর বৈঠকে যাচ্ছেনই, তা এ দিনই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
বিরোধীদের প্রথম দফার বৈঠকের পর আপ এবং কংগ্রেসের মতপার্থক্য সামনে এসেছিল। যদিও এই সমস্যাও মিটে যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। এ দিনও তিনি জোরের সঙ্গে দাবি করেছেন, ‘নরেন্দ্র মোদি সরকারের আয়ু আর মাত্র ছ’ মাস।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ছ' মাস পরেই লোকসভা ভোট? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি মমতার, জোর জল্পনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement