Mamata Banerjee: রাজ্যপালের পদ সাংবিধানিক, ভোটের প্রচার করতে পারেন না: মমতা

Last Updated:
রাজ্যপালের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী৷
রাজ্যপালের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী৷
কলকাতা: রাজ্যপালের পদ সাংবিধানিক৷ তিনি ভোটের প্রচার করতে পারেন না৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ ভাবেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই তৎপর হয়েছেন রাজ্যপাল৷ রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠা ক্যানিং থেকে কোচবিহারে ছুটে গিয়েছেন তিনি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেছেন সি ভি আনন্দ বোস৷ রাজ্যপালের ভূমিকা নিয়ে আপত্তি জানিয়ে পাল্টা রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
এ দিন রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের সাংবিধানিক পদ, তিনি ভোটের প্রচার করতে পারেন না৷ কোচবিহারে দেখলাম বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, ভোটের রণনীতি ঠিক করে দিচ্ছেন৷ আর্মি, বিএসএফ, সিআইএসএফকে ডেকে স্ট্র্যাটেজি করছেন৷ এটা তিনি করতে পারেন না৷
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভোট ঘোষণা হলে আমরা সরকারি অর্থে বিমানে চড়ি না, বেসরকারি হোটেলে গিয়ে থাকি৷ সেখানে রাজ্যপাল কীভাবে সার্কিট হাউসে গিয়ে থাকছেন? মুখ্যমন্ত্রী আরও বলেন, উনি আইনশৃঙ্খলা দেখেন না, মানুষের নির্বাচিত সরকার দেখে৷ উনি নির্বাচিত নন, মনোনীত৷’
শুধু পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপালের তৎপরতা নয়, উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপাল যেভাবে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটছেন, এ দিন তারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাজ্যপালের পদ সাংবিধানিক, ভোটের প্রচার করতে পারেন না: মমতা
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement