Mamata Banerjee: রাজ্যপালের পদ সাংবিধানিক, ভোটের প্রচার করতে পারেন না: মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কলকাতা: রাজ্যপালের পদ সাংবিধানিক৷ তিনি ভোটের প্রচার করতে পারেন না৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ ভাবেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই তৎপর হয়েছেন রাজ্যপাল৷ রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠা ক্যানিং থেকে কোচবিহারে ছুটে গিয়েছেন তিনি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেছেন সি ভি আনন্দ বোস৷ রাজ্যপালের ভূমিকা নিয়ে আপত্তি জানিয়ে পাল্টা রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
এ দিন রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের সাংবিধানিক পদ, তিনি ভোটের প্রচার করতে পারেন না৷ কোচবিহারে দেখলাম বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, ভোটের রণনীতি ঠিক করে দিচ্ছেন৷ আর্মি, বিএসএফ, সিআইএসএফকে ডেকে স্ট্র্যাটেজি করছেন৷ এটা তিনি করতে পারেন না৷
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভোট ঘোষণা হলে আমরা সরকারি অর্থে বিমানে চড়ি না, বেসরকারি হোটেলে গিয়ে থাকি৷ সেখানে রাজ্যপাল কীভাবে সার্কিট হাউসে গিয়ে থাকছেন? মুখ্যমন্ত্রী আরও বলেন, উনি আইনশৃঙ্খলা দেখেন না, মানুষের নির্বাচিত সরকার দেখে৷ উনি নির্বাচিত নন, মনোনীত৷’
শুধু পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপালের তৎপরতা নয়, উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপাল যেভাবে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটছেন, এ দিন তারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 10:11 PM IST