NABC Controversy: বিদেশের মাটিতে চূড়ান্ত অপমানিত অজয় চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, অভিযোগ নিয়ে তোলপাড়

Last Updated:

NABC Controversy: সব মিলিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠল উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন আয়োজকদের বিরুদ্ধে, এনএবিসি-এর বিরুদ্ধে৷

অজয় চক্রবর্তী
অজয় চক্রবর্তী
কলকাতা: মার্কিন মুলুকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে বাঙালি শিল্পীদের, এমনই অভিযোগ তুললেন পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীরা৷ কেউ লিখিত অভিযোগ জানালেন লিখিতভাবে, কেউ আবার ফেসবুক লাইভ করে অভিযোগ জানালেন৷ সব মিলিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠল উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন আয়োজকদের বিরুদ্ধে, এনএবিসি-এর বিরুদ্ধে৷ যদিও আয়োজকদের পক্ষ থেকে এই বিষয়ে সাফাইও দেওয়া হয়েছে৷
অজয় চক্রবর্তী অভিযোগ করেছেন, তাঁকে যে পরিমাণ অর্থের বিনিময়ে অনুষ্ঠান করার কথা বলা হয়েছিল, সেই টাকাটিও পাননি তিনি৷ ভিসার টাকাও তিনি পাননি৷ জয়তী চক্রবর্তী যে অভিযোগ করেছেন, সেই হোটেলের ঘর পাওয়া নিয়েও অভিযোগ করেছেন অজয় চক্রবর্তী৷ তার পর খাবার পাওয়া থেকে শুরু করে অনেক অভিযোগ রয়েছে৷ শুধু তাই নয়, আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি পারেননি৷ তিনি হোটেল থেকে ফেরার জন্য বিমান ধরার জন্য যখন বেরিয়েছিলেন, তখন গাড়িটুকুও পাননি অজয়৷ তাই নিয়েই বিস্তারিত অভিযোগ জানিয়েছেন তিনি৷ আর সেই লিখিত অভিযোগ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চূড়ান্ত ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়৷
advertisement
advertisement
আরও পড়ুন: মাঝে আর মাত্র ২দিন! পঞ্চায়েতে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী, সামনে এল বিস্তারিত তালিকা, দেখে নিন
লাইভে এসে জয়তী চক্রবর্তী জানিয়েছেন, ‘আমাদের ৫ তারিখ পর্যন্ত হোটেল বুকিং আছে বলে জানানো হয়, কিন্তু তার পরে দেখা যায়, আমরা ৪ জুলাই পর্যন্ত ঘরে ঢুকতে পারিনি৷’ পাশাপাশি তাঁর অভিযোগ সময় মতো খাবার তিনি পাননি৷ একজন পরিচিতের সাহায্যে তিনি অন্যত্র চলে যান৷ নিজেদের ঘরে ঢুকতে পারেননি বলে তাঁকে তাঁর পরিচিত এসে নিয়ে যান৷ পাশাপাশি তিনি অভিযোগ করে বলেছেন, পণ্ডিতজির অপমান যা দেখলাম, তারপর আর সেটা মানতে পারছি না৷ এর দায় কে নেবে?
advertisement
পাল্টা আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, শেষ মুহূর্তে হোটেল বদলানোর বিষয়ে জোর করেছিলেন জয়তী৷ তবে তাঁকে অনেকের সঙ্গে দেখা করার কথা ছিল৷ কিন্তু তিনি না দেখা করে আমাদের না জানিয়ে হোটেলে পৌঁছে যান৷ তিনি আমাদের বলেছিলেন, টাকা না পেলে তিনি মঞ্চে অনুষ্ঠান করবেন না, আমরা পুরো অর্থ প্রদান করেছিলাম৷ ওঁর দেরি করে আসার কারণে আমাদের মঞ্চে একঘণ্টা সময় নষ্ট হয়েছে৷ আয়োজকদের তরফ থেকে তিনটি ঘরের আয়োজন করা হয়েছিল, কিন্তু তিনি চলে গিয়েছিলেন, আমাদের হোটেলের খরচও জলে গিয়েছিল৷ মূলত আয়োজক পার্থসারথী মুখোপাধ্যায় ও অনিন্দিতা মুখোপাধ্যায়ের তরফ থেকে এই বয়ান দাবি দেওয়া হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
NABC Controversy: বিদেশের মাটিতে চূড়ান্ত অপমানিত অজয় চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, অভিযোগ নিয়ে তোলপাড়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement