Saayoni Ghosh: ডাক উপেক্ষা করলেন সায়নী ঘোষ, এবার কি বড় ব্যবস্থা ইডির? তুমুল জল্পনা

Last Updated:

Saayoni Ghosh: ইডি সূত্রে খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদের পরেই সায়নীকে বলা হয়েছিল তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও চাপে পড়বেন সায়নী?
আরও চাপে পড়বেন সায়নী?
কলকাতা: কথা থাকলেও বুধবার ইডি দফতরে হাজিরা দিলেন না তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। তবে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়েছেন তিনি। বুধবার বর্ধমান জেলার গলসিতে নির্বাচনী প্রচার অংশ নিতে দেখা গেল তৃণমূল যুব নেত্রীকে। যদিও পঞ্চায়েত প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে ইডি-কে ইমেল করেছেন তিনি। যদিও সায়নী ঘোষ আজকে হাজিরা না দেওয়াকে ইডি আধিকারিকরা মনে করছেন তিনি একেবারে তদন্তে অসহযোগিতা করলেন।
তিনি একটি চিঠি পাঠিয়ে সেখানে উল্লেখ করেছেন, তিনি পঞ্চায়েত ভোটের প্রচারে রয়েছেন। সেই কারণেই ইডি অফিসে আসতে পারছেন না। যদিও যাবতীয় নথি পাঠিয়েছেন তিনি। ইডির কাছে সায়নী আর্জি জানিয়েছেন, ভোটের পরে তাঁকে সময় দেওয়া হোক, তিনি যে কোনও দিন হাজিরা দিতে পারবেন।
advertisement
advertisement
যদিও ইডি সূত্রে খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদের পরেই সায়নীকে বলা হয়েছিল তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। সেই সূত্রেই শুক্রবার আসার কথা বলেছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু এরপরে সায়নী ঘোষ নিজেই ৫ জুলাই হাজিরা দেওয়ার জন্য সময় নিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বুধবার নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা ছিল সায়নীকে। তদন্তকারী আধিকারিকরা বলছেন, সায়নী নিজেই ডেট নিয়েছিলেন ৫ তারিখের জন্য। কিন্তু এরপরেও তিনি আসলেন না। সেই কারণে ইতিমধ্যেই আইনি পরামর্শ নিচ্ছেন ইডি অফিসাররা।
advertisement
ইডির দাবি, নিজেই তারিখ নিয়ে সেই দিন আসলেন না মানে তদন্তে অসহযোগিতা করা হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। কারণ তারা জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করতে পারলেন না। বস্তুত, বুধবার ফের তাঁকে তলব করেছিল ইডি৷ কিন্তু, এদিন তিনি হাজিরা দিলেন না৷ সকাল সকালই পোঁছে গেলেন পূর্ব বর্ধমানের গলসিতে৷ হুডখোলা গাড়িতে বসে দু’পাশে তৃণমূল কর্মী সমর্থক নিয়ে পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রচার করতে দেখা গেল তৃণমূল যুবনেত্রীকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh: ডাক উপেক্ষা করলেন সায়নী ঘোষ, এবার কি বড় ব্যবস্থা ইডির? তুমুল জল্পনা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement