Bangla News: রেল লাইনের ধারে একটা ব্যাগ, খোঁজ পেল কুকুর! যা মিলল তাতে, আতঙ্কে গোটা এলাকা

Last Updated:

Bangla News: রেল লাইনের পাশে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ক্যানিং: শিয়ালদহ দক্ষিণ শাখার তালদি স্টেশনের কাছে ডাউন লাইনের ধারে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে রেল পুলিশ ও ক্যানিং থানার পুলিশ। স্থানীয় মানুষজন জানিয়েছেন, সকালে এক ব্যক্তি তার পোষ্যকে নিয়ে রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ব্যাগটি দেখতে পায়। পোষ্য কুকুরটি তখনই ব্যাগটির কাছে গেলে তিনিও তার সঙ্গে কাছে গিয়ে দেখে একটি ব্যাগে বেশ কয়েকটি তাজা বোমা রয়েছে।
এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা এই বোমাগুলি রেখে গিয়েছে, তার তদন্ত করছে রেল পুলিশ ও ক্যানিং থানার পুলিশ।
advertisement
এদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অশান্ত দক্ষিণ ২৪ পরগণা৷ প্রাণ চলে গেল তরতাজা ১৭ বছরের এক তরুণের৷ তৃণমূলের প্রচার মিছিলে হঠাৎ হামলা, বোমাবাজি ঘিরে অশান্ত হয়ে উঠল দেগঙ্গা৷ পাল্টা হামলা চলল সিপিআইএম, আইএসএফ কর্মীদের বাড়িতেও৷
advertisement
স্থানীয় সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে সোহাইশেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরিয়েছিল তৃণমূল নেতাকর্মীদের একটি দল৷ দলের পুরভাগে ছিলেন পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিদুল হক সাহজির ভাই রিঙ্কু শাহজি৷ রিঙ্কু এলাকার বিদায়ী উপ প্রধানও৷ রিঙ্কুর নেতৃত্বেই এলাকার১০-১৫ জন তৃণমূলকর্মী প্রচার চালাচ্ছিল৷ অভিযোগ, রাত ১১টা নাগাদ সেই দল পৌঁছয় গাঙ্গাটি এলাকায়৷ সেই সময়ই নাকি তৃণমূলের সেই প্রচার মিছিল ঘিরে হামলা চালায় দুষ্কৃতীরা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: রেল লাইনের ধারে একটা ব্যাগ, খোঁজ পেল কুকুর! যা মিলল তাতে, আতঙ্কে গোটা এলাকা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement