বিজেপিকে এই ইস্যুতে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঝাড়গ্রাম জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ঝাড়গ্রাম জেলার দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাদের জানিয়েছেন, কুড়মি নেতাদের সঙ্গে গিয়ে কথা বলুন। তাদের বোঝান কেন্দ্র তাদের সঙ্গে বঞ্চনা করছে।
আরও পড়ুন: মাথানত করে ‘ক্ষমা’ চাইলেন মমতা! এগরাকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী, বিকাশের চোখে ‘নাটক’
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি নিজে একাধিক নেতার সঙ্গে দেখা করেছেন৷ বিভিন্ন জায়গায় কথা বলেছেন। বিজেপি কুড়মিদের আন্দোলন হাইজ্যাক করছে, তাদের ভুল পথে চালনা করছে। কুড়মিরা যেন ফাঁদে পা না দেয়।
আরও পড়ুন: ‘ধর, ধর, ধর…’ পিছনে ছুটল BSF, পড়ে রইল দুটি ব্যাগ, যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
প্রসঙ্গত, ঝাড়গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক করা হয়েছে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে। শনিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে রাজেশকে আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে চার জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম অনিত মাহাতো, মনমোহিত মাহাতো, অজিত মাহাতো এবং অনুপ মাহাতো। এঁদের মধ্যে অনিত এবং মনমোহিত দু’জনেই গাড়িচালক। অজিত পেশায় চা বিক্রেতা। অনুপ হলেন আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি। শুক্রবার রাতেই এই চার জনকে গ্রেফতার করা হয়।