TRENDING:

Abhishek Banerjee on Sisir Adhikari: 'শিশির অধিকারীকে সম্মান করি', শান্তিকুঞ্জের অদূরে দাঁড়িয়েই ব্যাখ্যা দিলেন অভিষেক

Last Updated:

এ দিন শান্তিকুঞ্জের ঢিল ছোড়া দূরত্বে সভা করেন অভিষেক৷ সভা থেকে এ দিন আরও বলেন, 'এবার দুশো মিটারের মধ্যে এলাম, পরের বার কুড়ি মিটারের মধ্যে আসব৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: শিশির অধিকারীকে তিনি কোনও দিনই অসম্মান করেননি৷ কাঁথিতে সভা করতে গিয়ে এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের আগে কাঁথির সভা থেকে তাঁর করা যে মন্তব্য নিয়ে বিতর্ক ছড়িয়েছিল, সেটি শিশির অধিকারীকে উদ্দেশ করে নয়৷ অভিষেক এ দিন বলেন, 'শিশির অধিকারীকে তাঁর বয়সের কারণে শ্রদ্ধা করি, তবে কাজের জন্য নয়৷'
শিশির অধিকারীকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক৷
শিশির অধিকারীকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক৷
advertisement

অভিষেক এ দিন অভিযোগ করেন, তৃণমূলে থাকার সময় থেকেই তিনি পূর্ব মেদিনীপুরে এলেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করতেন শুভেন্দু৷ অভিষেক বলেন, '২০১৪-১৫ সালে একবার পূর্ব মেদিনীপুরে এলাম৷ তখন একজনকে দিয়ে আমার উপরে হামলা চালালো৷ এর আগের বার যখন এলাম তার সাতদিন আগে থেকে একটা জোকার, চামচাকে দিয়ে সাতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে প্রচার চালালো, হুমকি দিল৷ আমি কাঁথিতে এসে তাকে বলেছিলাম তোর বাবাকে গিয়ে বল৷' নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অভিষেক আরও বলেন, 'আমি আপনার বাবাকে আক্রমণ করতে যাবো কেন? বয়সের জন্য শিশির অধিকারীকে আমি শ্রদ্ধা করি৷ কিন্তু কাজের জন্য নয়৷'

advertisement

আরও পড়ুন: 'আমাকে ভাইপো বলে, নাম নেয় না!' কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের

যদিও এ দিন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন অভিষেক৷ প্রশ্ন করেছেন, কেন বিজেপি-র সঙ্গে যোগাযোগের আগে তাঁরা ইস্তফা দিলেন নাষ অভিষেক আরও দাবি করেছেন, কাঁথি, তমলুকে ভোট হলে তৃণমূলই জিতবে৷ কাঁথিকে অধিকারী গড় কেন বলা হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক৷ তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের ফলের পর কাঁথিকে তৃণমূলের গড় বলা উচিত৷

advertisement

আরও পড়ুন: 'তিন সেকেন্ড লাগবে, আমিও রাস্তায় কাঠের গুড়ি ফেলতে পারি!' হুঁশিয়ারি শুভেন্দুর

এ দিন শান্তিকুঞ্জের ঢিল ছোড়া দূরত্বে সভা করেন অভিষেক৷ সভা থেকে এ দিন আরও বলেন, 'এবার দুশো মিটারের মধ্যে এলাম, পরের বার কুড়ি মিটারের মধ্যে আসব৷'

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

কয়েকদিন আগে বিধানসভায় শুভেন্দুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনিও শুভেন্দু অধিকারীর থেকে শিশির অধিকারীর শারীরিক খোঁজ নেন৷ এবার শিশির অধিকারীকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ শিশিরের সাংসদ পদ খারিজ করার জন্য অবশ্য লোকসভার অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছে তৃণমূল৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee on Sisir Adhikari: 'শিশির অধিকারীকে সম্মান করি', শান্তিকুঞ্জের অদূরে দাঁড়িয়েই ব্যাখ্যা দিলেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল