TRENDING:

Howrah News: বার বার আগুন! এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে স্থানীয় পঞ্চায়েত

Last Updated:

আলমপুরে কারখানায় আবারও আগুন লাগার ঘটনা, ভয়াবহ আগুন লাগার ঘটনায় এবার স্থানীয় পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কর আদায়ের সময় নিয়ম করে দেখা হবে কারখানায় আগুন নেভানোর ব্যবস্থা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বৃহস্পতিবার ভয়াবহ আগুন হাওড়ার পিকচারখানায়! ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন আলমপুরে একটি পিচ কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। ২-৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ১০ টা নাগাদ ওই কারখানায় আগুন লাগার ঘটনা সামনে আসে। অনুমান কারখানার ভিতরে প্রচুর পরিমানে পিচ ও পিচ তৈরির সামগ্রী মজুত থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। কারখানা থেকে আগুনের লেলিহিন শিখা বহুদূর পর্যন্ত দেখা যায়।
advertisement

ওই লাগোয়া কলকারখানা, দ্রুত অন্যত্র আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা। অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসতেই, দমকল এবং পুলিশ কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভাতে নেমে পড়েন। ঘটনাস্থলে পৌঁছোন স্থানীয় পঞ্চায়েত প্রধান। কারখানায় তখন কাজ চালু ছিল বলেই জানা যায়। তখনও কুড়ি থেকে ত্রিশ জন শ্রমিক কর্মরত ছিলেন। আগুন দেখে সতর্কতার সঙ্গে কর্মীরা বেড়িয়ে আসে নিরাপদ স্থানে। আগুন নেভাতে জল এবং আগুনের দীর্ঘস্থায়ী কম করতে নেভানোর কাজে ফোম ব্যবহার করা হয়।

advertisement

আরও পড়ুন: সন্ধ‍্যা হলেই রোজ খাচ্ছেন মুড়ি? বড় ভুল, অজান্তেই সর্বনাশ হচ্ছে শরীরের, কাদের খাওয়া উচিত নয়? এখনই জানুন

এ প্রসঙ্গে ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ বলেন, কয়েক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। এই কারখানায় আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা আসবে ঘটনাস্থলে।

advertisement

View More

ঘটনাস্থলে আসেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। স্থানীয় পঞ্চায়েত প্রধান গোড়াই খাঁন জানান, ‘‘এখানে একটি কারখানা আরেকটির পাশাপাশি যে কারণে আগুন লাগার ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই প্রত্যেক কারখানার যথাযথ নির্দেশিকা মেনে আগুন নেভানোর ব্যবস্থা থাকা প্রয়োজন।’’

আরও পড়ুন: সন্ধ‍্যা হলেই রোজ খাচ্ছেন মুড়ি? বড় ভুল, অজান্তেই সর্বনাশ হচ্ছে শরীরের, কাদের খাওয়া উচিত নয়? এখনই জানুন

advertisement

কয়েক মাসে পরপর আগুন লাগার ঘটনা। আগুন লাগার ঘটনা কমাতে পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, কর আদায়ের সময় সরকারি নিয়ম মেনে কারখানা গুলি আগুন নেভানোর প্রকৃত ব্যবস্থা রাখছে কি না আগামী দিন থেকে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হবে, বলে জানান স্থানীয় পঞ্চায়েত প্রধান গোড়াই খাঁন।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বার বার আগুন! এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে স্থানীয় পঞ্চায়েত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল