তবে কী থিম রয়েছে এই বছরের এই দুর্গা পুজোর মন্ডপে! এই বিষয়ে ক্লাব এর সদস্যরা জানান মূলত দিন দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। প্রশাসনের তরফ থেকে একাধিকবার সতর্ক করার পরেও কোনও রখম এর সুরাহা মিলছে না। প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করে প্রচার করা হচ্ছে বাইক চালানোর সময় সব সময় হেলমেট ব্যবহার করার জন্য। তবে হেলমেট না পড়ে পথ দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন বাইক আরোহীরা। আর সেই কারণেই দুর্গাপুজো মণ্ডপের এ বছরের তাদের থিম ‘সেভ ড্রাইভ সেভ লাইফ।’
advertisement
তবে হঠাৎ এই ধরনের মন্ডপ সজ্জার পেছনে কী কারণ? এই বিষয়ে ক্লাবের সেক্রেটারি জানান বিগত আট মাস আগে তাদের এক আত্মীয় পথ দুর্ঘটনায় মারা গেছেন। তবে আর যেন কেও মারা না যায় পথ দুর্ঘটনায় তাই তাদের সজাগ করতে ক্লাবের তরফ থেকে প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন দিয়ে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এই পুজোর মন্ডপে।
পর্যটকদের নিরাপত্তার দিক মাথায় রেখে ক্লাব এর তরফ থেকে মন্ডপে একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর পাশাপাশি পুলিশ প্রশাসন মোতায়ন করা হয়েছে ক্লাব এর তরফ থেকে। তবে এবার প্রশ্ন আপনি এই ক্লাব পৌঁছবেন কী ভাবে? আপনি যে কোনও ট্রেন ধরে সোজা পৌঁছে যেতে পারেন বোলপুর স্টেশন। বোলপুর থেকে বেরিয়ে বাম দিকে এসে কিছুটা পথ এলেই আপনি পৌঁছে যেতে পারবেন এই পুজোর মন্ডপ। তাহলে আর দেরি না করে আজই ঘুরে আসুন এই মন্ডপ থেকে।