বাঘের ঘরে এমন ঘটনা ঘটায় উচ্ছসিত বিজ্ঞানমহল। ২০২৪-২৫ সালের জাতীয় বাঘশুমারির কাজের সময়ে বসানো ‘ইনফ্রারেড’ ও ‘ভিজ়িবল রেঞ্জ’ ক্যামেরাতেই ধরা পড়েছে এই মেলানিস্টিক লেপার্ড ক্যাটের ছবি। ৬টি জায়গায় এর অস্তিত্ব মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা ডিভিশনের রায়দিঘি রেঞ্জের ধুলিভাসানি, হেড়োভাঙা এবং আজমলমারি এলাকায় ছবি উঠেছে এই মেলানিস্টিক লেপার্ড ক্যাটের। মনে করা হচ্ছে সুন্দরবনে একটা বড় এলাকা জুড়েই বসতি রয়েছে এই প্রাণীর। এই ব্যাপারে আরও খোঁজখবর শুরু হয়েছে।
advertisement
সুন্দরবন টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর রাজেন্দ্র জাখর, ডেপুটি ফিল্ড জাস্টিন জোন্স ও গবেষক দেবজ্যোতি ঘোষ ইতিমধ্যে এ নিয়ে গবেষণা চালাচ্ছেন। লেপার্ড ক্যাট নিশাচর। ওদের দেখা পাওয়া খুব সহজ নয়। তার উপর মেলানিস্টিক লেপার্ড ক্যাটের যে ছবি এসেছে, তা একেবারেই বিরল। ফলে খুব শীঘ্রই সুন্দরবনের একটি নতুন দিকের পর্দা সরে যেতে পারে সকলের কাছে।
আরও পড়ুনঃ ৪৭ বছরের খরা কাটিয়ে বিশ্বজয়, একের পর এক রেকর্ড! ২০২৫ ভারতীয় মহিলা ক্রিকেট দলের স্বপ্নের বছর
সুন্দরবনে এই প্রাণীর অস্তিত্ব নিয়ে আরোও গবেষণা হবে। ঘটনাচক্রে এই প্রাণীটি ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার একটি ছবি পাওয়া গিয়েছিল। তবে দীর্ঘদিন আর দেখা পাওয়া যায়নি। এবার এক যুগ পর তার বিশাল বসতির সন্ধান মিলেছে। ফলে সুন্দরবন নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।






