তবে কাছে গিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে আম গাছে ধরে রয়েছে একটা পেল্লাই সাইজের আম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে উপবন নামে একটি নার্সারি রয়েছে। সেই নার্সারিতেই বর্তমানে এই আম রয়েছে।
আরও পড়ুন: ক্ষতবিক্ষত পাকিস্তান! রাজধানী ইসলামাবাদে বিপুল বিস্ফোরণ, গুঁড়িয়ে যাচ্ছে লাহোর, করাচিও
নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এই আমটির নামই হল ‘ফোর কিলো’ (Four Kilo)। অর্থাৎ এক একটা আমের ওজন হতে পারে চার কেজি! এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, ‘‘ফলন পরিমাণে কম হয়, তবে আমরা খেয়ে দেখেছি স্বাদ বেশ ভাল। এখন যেটা ধরে আছে সেটারই ওজন প্রায় এক থেকে দেড় কেজি। তবে চার কিলো হবে কিনা জানি না।”
advertisement
৪ কিলো ছাড়াও এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির বিদেশি আম গাছের চারা রয়েছে। এক একটা গাছে ধরে রয়েছে বিভিন্ন ধরনের আম। তবে এই চার কেজি আম এখন নজর কাড়ছে অনেকেরই। নার্সারিতে গাছ কিনতে এসে অবাকও হচ্ছেন বহু মানুষ। কেউ কেউ আবার এই আমের সঙ্গে ছবিও তুলছেন।
সেরকমই নার্সারিতে এসে শুভময় সামন্ত বলেন, “এই নার্সারির নাম অনেক শুনেছি। একবার ঘুরে দেখতে এসেছিলাম। তবে এই আম দেখে অবাক হলাম। প্রথমে ভেবেছিলাম ডাব ধরেছে হয়ত। সাইজ বেশ বড় রয়েছে।”
বাড়িতে ছাদ বাগান থাকলে এই ফোর কিলো আম গাছ বসিয়ে আরও বাড়িয়ে তুলতে পারেন সৌন্দর্য। বর্তমানে আড়াইশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা দামের গাছও পাওয়া যাচ্ছে।
বনোয়ারীলাল চৌধুরী