Pakistan Viral Video: ‘ঢুকে মেরেছে ভারত', ক্ষতবিক্ষত পাকিস্তানের বুকে দাঁড়িয়ে কে এই সাহসী যুবক! ভাইরাল ভিডিও দেখে চমকে উঠবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Pakistan Viral Video: ভিডিওতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের ওই যুবক রীতিমতো প্রশংসা করেছেন ভারতের সামরিক শক্তির।
পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর হামলার প্রতিশোধ নিল ভারত। মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর অভিযান করে ভারতীয় সেনা। পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে ভারতের অভিযান সম্পর্কে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ভুয়ো খবর ছড়ানোর অভিযোগও উঠেছে। তবে এসবের মাঝেই ভাইরাল হয়েছে এক পাকিস্তানি যুবকের ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের ওই যুবক রীতিমতো প্রশংসা করেছেন ভারতের সামরিক শক্তির। পাকিস্তান সেনাবাহিনীর অক্ষমতাও দিব্যি জোর গলায় প্রকাশ করেছেন পাকিস্তানের ওই নাগরিক।
Listen to this Pakistani national explain how #OperationSindoor precisely struck over two dozen high-value terror targets, without hitting any military or civilian areas. He also debunks Pakistan’s false claims about bringing down Indian fighter jets. Deep down, Pakistanis know… pic.twitter.com/1qdOk1AVLs
— Amit Malviya (@amitmalviya) May 8, 2025
advertisement
advertisement
ভিডিওতে ওই পাক যুবককে বলতে শোনা গিয়েছ, ‘‘ওরা স্বীকার করছে না যে ভারত ঢুকে মেরেছে। সত্যিই ভারত ঢুকে এসে মেরেছে। আমরা ওদের মিসাইলগুলোকে থামাতে পারিনি। এটাই সত্যি। এখন আপনারা বলবেন যে ভারতের প্রশংসা করছি। কিন্তু যেটা সত্যি, সেটা তো সত্যি।’’
ভারতের মিসাইলগুলি প্রত্যেকটি সঠিক ভাবে হিট করেছে টার্গেটে। যুবককে বলতে শোনা যায়, ‘‘ভারত ২৪ টি মিসাইল ছুঁড়েছিল, প্রত্যেকটা সঠিক টার্গেটে হিট করেছে। আটকাতেই পারেনি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানি বলেছে যে ইসরায়েলে ১০০টিরও বেশি মিসাইল ফায়ার হয় কিন্তু সেখানে হয়তো একটি মাত্র পড়ে। ইসরায়েলের শক্তি দেখুন, আর আমাদের শক্তি দেখুন।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 8:37 PM IST