TRENDING:

East Medinipur News: সংসার সামলেও এই কাজ করে সফল গৃহবধু! দিশা দেখাচ্ছেন অন‍্যদের

Last Updated:

এক হাতে সংসার সামলানোর পাশাপাশি মিষ্টি তৈরি করা শিখে সফল মিষ্টি বিক্রেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক মহিলা। তার এই সফলতার জন্য মিলেছে বিশেষ সম্মান। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট: কথায় আছে, ''যে রাঁধে সে চুলও বাঁধে।" না এখানে সংসারের রান্নার পাশাপাশি চুল বাঁধা নয়, একহাতে সংসার সামলানোর পাশাপাশি মিষ্টি তৈরি করা শিখে সফল মিষ্টি বিক্রেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক মহিলা। তার এই সফলতার জন্য মিলেছে বিশেষ সম্মান। বর্তমানে সংসার সামলানোর পাশাপাশি প্রতিদিন মিষ্টি তৈরি থেকে মিষ্টির দোকান সামলানো সবেতেই সিদ্ধহস্ত। কোলাঘাটের এই মহিলার সফলতার কাহিনী এখন রাজ্যজুড়ে বহু মহিলাকে অনুপ্রেরণা জুগিয়ে চলছে। স্বামীর কাছ থেকে মিষ্টি তৈরি করা শিখে, এই মহিলা সফল মিষ্টি বিক্রেতা হিসাবে নজির সৃষ্টি করেছেন।
advertisement

বর্তমান সময়ে প্রায় সমস্ত কাজেই পুরুষদের সঙ্গে নারীরা সমান পাল্লা দিয়ে চলছে। বর্তমান সময়ে কর্পোরেট জগৎ থেকে উচ্চ পদস্থ অফিসার এমনকি জেট প্লেন উড়াতে পিছিয়ে নেই মহিলারা। তবুও কিছু কাজ আছে যা শুধুমাত্র পুরুষেরাই এতদিন করে আসছে। সচরাচর আমরা মিষ্টির কারিগর হিসাবেই সব জায়গায় পুরুষদের দেখি। মিষ্টি দোকানে মহিলা কারিগর নেই বললেই চলে। কিন্তু সেই মিথ আবারও ভেঙে চুরমার করে কোলাঘাটের এই মহিলা। কোলাঘাটের শর্মিলা প্রামাণিক বর্তমানে পেশায় মিষ্টি বিক্রেতা।

advertisement

আরও পড়ুন: বলুন তো পৃথিবীর কোন দেশে টানা ৭৬ দিন সূর্য ডোবে না? অন্ধকারের বালাই নেই! রাতেও দিব‍্যি দেখা যায় দিনের মতো সূর্যের আলো

মাধ্যমিকের পর আর পড়াশোনা হয়নি। বিয়ে হয়ে যায়। স্বামীর ঘরে এসে দেখেন অভাব সেখানে প্রতিদিন আসা যাওয়া করে। তাই সংসার চালাতে স্বামীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তিনি। স্বামী অন্যের মিষ্টি দোকানের কারিগর। তাই একদিন মাথায় আসে তিনিও মিষ্টি তৈরি করা শিখবেন। সম্পূর্ণ নিজের জেদ থেকে তিনি রসগোল্লা থেকে পান্তুয়া সহ সমস্ত রকমের সন্দেশ ও অন্যান্য ধরনের মিষ্টি তৈরি করা শিখে নেন। শুরু করেন ছোট দোকান। সেই ছোট্ট দোকান থেকেই পথচলা শুরু করে, বর্তমানে তিনি গড়ে তুলেছেন দু'দুটি মিষ্টির দোকান। সময় যত গড়াচ্ছে দোকানের বহর তত বাড়ছে।

advertisement

View More

প্রতিদিন সংসারের কাজ সামলানোর পাশাপাশি দোকানে এসে মিষ্টি তৈরি করা ও মিষ্টি বিক্রি করার হাত লাগান তিনি। এর পাশাপাশি দুই মেদিনীপুরও হাওড়া জুড়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সংসার চালাতে স্বামীর পাশে দাঁড়াতে শর্মিলা প্রামাণিকের এই অদম্য লড়াই তাঁকে সফলতার মুকুট পরিয়েছে। তিনি আরও প্রমাণ করেছেন কোন কাজ শুধু পুরুষের একার নয়। মিষ্টি তৈরি করা শিখে এখন তিনি সফল মিষ্টি ব্যবসায়ী হয়ে পথ দেখিয়েছেন অনেক মহিলাদের। সম্প্রীতি নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: সংসার সামলেও এই কাজ করে সফল গৃহবধু! দিশা দেখাচ্ছেন অন‍্যদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল