General Knowledge: বলুন তো পৃথিবীর কোন দেশে টানা ৭৬ দিন সূর্য ডোবে না? অন্ধকারের বালাই নেই! রাতেও দিব‍্যি দেখা যায় দিনের মতো সূর্যের আলো

Last Updated:
Trending GK: পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে টানা ৭৬ দিন ধরে সূর্যের আলো থাকে। রাতেও দিব‍্যি বজায় থাকে দিনের মতোই সূর্যের আলো।
1/7
চাকরির পরীক্ষা হোক বা অন‍্য যে কোনও ধরণের কম্পিটিটিভ এক্সাম। এই সমস্ত পরীক্ষাতেই জেনারেল বা সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। যে কোনও ক‍্যুইজ কম্পিটিশনে যাওয়ার জন‍্য‍েও জেনারেল নলেজ ভাল থাকা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।
চাকরির পরীক্ষা হোক বা অন‍্য যে কোনও ধরণের কম্পিটিটিভ এক্সাম। এই সমস্ত পরীক্ষাতেই জেনারেল বা সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। যে কোনও ক‍্যুইজ কম্পিটিশনে যাওয়ার জন‍্য‍েও জেনারেল নলেজ ভাল থাকা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/7
যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশ করতে গেলে তাই জিকে ভাল করে শিখে রাখা খুবই জরুরি।
যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশ করতে গেলে তাই জিকে ভাল করে শিখে রাখা খুবই জরুরি।
advertisement
3/7
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে।
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে।
advertisement
4/7
তেমনই একটি প্রশ্ন হল কোন দেশে টানা ৭৬ দিন সূর্যাস্ত হয় না? ভাবছেন এও কী সম্ভব? এমনটা সত‍্যিই হয় একটি দেশে।
তেমনই একটি প্রশ্ন হল কোন দেশে টানা ৭৬ দিন সূর্যাস্ত হয় না? ভাবছেন এও কী সম্ভব? এমনটা সত‍্যিই হয় একটি দেশে।
advertisement
5/7
সূর্যের আলো ফুটলে শুরু হয় আমাদের দিন, সূর্য ডুবলে অন্ধকার নামে। আসে রাত। এই চেনা ছন্দেই ২৪ ঘণ্টা কেটে সকলের। তবে বিশ্বের সব দেশ কিন্তু মোটেই এক ছন্দে চলে না।
সূর্যের আলো ফুটলে শুরু হয় আমাদের দিন, সূর্য ডুবলে অন্ধকার নামে। আসে রাত। এই চেনা ছন্দেই ২৪ ঘণ্টা কেটে সকলের। তবে বিশ্বের সব দেশ কিন্তু মোটেই এক ছন্দে চলে না।
advertisement
6/7
পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে টানা ৭৬ দিন ধরে সূর্যের আলো থাকে। রাতেও দিব‍্যি বজায় থাকে দিনের মতোই সূর্যের আলো।
পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে টানা ৭৬ দিন ধরে সূর্যের আলো থাকে। রাতেও দিব‍্যি বজায় থাকে দিনের মতোই সূর্যের আলো।
advertisement
7/7
এমন অদ্ভুত ঘটনা ঘটে নরওয়েতে। নরওয়েকে বলা হয় ‘নিশিথ সূর্যের দেশ’। ‘নিশি’ অর্থাত্‍ সূর্যের আলো থাকে বলেই এ দেশকে এমন নামে ডাকা হয়।
এমন অদ্ভুত ঘটনা ঘটে নরওয়েতে। নরওয়েকে বলা হয় ‘নিশিথ সূর্যের দেশ’। ‘নিশি’ অর্থাত্‍ সূর্যের আলো থাকে বলেই এ দেশকে এমন নামে ডাকা হয়।
advertisement
advertisement
advertisement