TRENDING:

পালিতা ও জন্মদাত্রী মায়ের বিবাদের জেরে হোমে ৩ বছর, অবশেষে কার কাছে ফিরল পিউ

Last Updated:

তিন বছরে সে অনেকটা বড় হয়েছে। অনেক টালবাহানার পর পিউ তার স্বাভাবিক ছন্দে ফিরল এতদিনে। ছবি ও দেবুর বাড়িতে এখন খুশির মেজাজ, পুজো কাটবে আনন্দে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুকান্ত চক্রবর্তী, অজবনগর: প্রায় তিন বছর পর মেয়েকে ফিরে পেয়ে খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অজবনগর গ্রামের দোলুই পরিবারে। এক মেয়ের দাবিদার ছিলেন দুই মা। একদিকে পালিতা মা, অন্যদিকে জন্মদাত্রী মা।
advertisement

আইনি জটে প্রায় তিন বছর আগে মেয়েকে পালিতা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল প্রশাসন। আইনি জটে তিন বছর হোমে কাটানোর পরে অবশেষে পুজোর চতুর্থীতে পালিতা মায়ের কাছে ফিরল মেয়ে।

আরও পড়ুন: শুধু নিজের ছেলে-মেয়েই নয়, ‘ওরাও পরুক নতুন জামা’ নিজেদের মাইনে থেকে তাই কিনে দিলেন জামা

advertisement

অজবনগরের  দেবু দোলুই ও ছবি দোলইয়ের বাড়িতে পিউ নামে এই ছোট্ট মেয়েটি বড় হচ্ছিল বেশ আনন্দে। অভাবি সংসারে দেব এবং ছবি অতি স্নেহে কোলে পিঠে বড় করেছে।

পিউ ১২-এ পা দিতেই হঠাৎ ছন্দপতন। জন্মদাত্রী মা প্রশাসনিক কর্তাদের নিয়ে এসে হাজির হন অজবনগরের এই পালিতা মায়ের বাড়িতে। জন্মদাত্রী মায়ের নাম ইতু সামন্ত, বাড়ি খড়ার শহরে, তাঁর দাবি দু'বছর বয়সে তাঁর মেয়ে হারিয়ে গিয়েছিল, এই সেই মেয়ে। মেয়েকে তিনি নিজের বাড়িতে নিয়ে যেতে চান।

advertisement

আরও পড়ুন: দক্ষিণেশ্বরের মন্দির‌ই এবারের পুজোর থিম হাওড়ার পুজো মণ্ডপে

অন্য দিকে পালিতা মা দাবি করেন, যে মেয়েকে ছোট্ট থেকে আদর স্নেহ-যত্ন দিয়ে নিজের মেয়ে হিসেবে বড় করেছেন, তাঁকে কোনোভাবেই ছেড়ে থাকতে পারবেন না। তাই পিউকে তাঁরা দিতে পারবেন না। অবশেষে আইনি জটিলতায় পালিতা মায়ের কাছ থেকে পিউকে কেড়ে নিয়ে মেদিনীপুরের সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল চাইল্ড লাইন এবং পুলিশ প্রশাসন।

advertisement

তারপর সেই হোমেই বড় হচ্ছিল পিউ। আইনিজট তাকে মায়ের কাছে এতদিন ফিরতে দেয়নি, অবশেষে দুর্গাপুজোর চতুর্থীতে বাংলা ও বাঙালি যখন উৎসবে মেতে উঠেছে, তখন পালিতা মায়ের কাছে ফিরল তাঁর পিউ। হোম কর্তৃপক্ষ সুনির্দিষ্ট ভাবে পিউকে পালিতা মায়ের হাতেই তুলে দিয়েছে বৃহস্পতিবার। যে মায়ের কাছে ছোট থেকে আদর পেয়েছে সেই মায়ের কাছে ফিরে পিউ খুব খুশি। মায়ের হাতে হাত রেখে পিউ জানাল, এবার পুজোয় বাবা মায়ের হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে যাবে সে। পিউ ফিরে আসায় খুশিতে মেতেছে পাড়া-প্রতিবেশীরাও। বাড়িতে ফেরার পর সকলেই পিউর কাছে ছুটে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিন বছরে সে অনেকটা বড় হয়েছে। অনেক টালবাহানার পর পিউ তার স্বাভাবিক ছন্দে ফিরল এতদিনে। ছবি ও দেবুর বাড়িতে এখন খুশির মেজাজ, পুজো কাটবে আনন্দে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পালিতা ও জন্মদাত্রী মায়ের বিবাদের জেরে হোমে ৩ বছর, অবশেষে কার কাছে ফিরল পিউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল