Howrah News: দক্ষিণেশ্বরের মন্দিরই এবারের পুজোর থিম হাওড়ার পুজো মণ্ডপে
- Published by:Raima Chakraborty
Last Updated:
কলকাতা বা শহর হাওড়ার পুজোর থেকে এই পুজো মণ্ডপ কোন অংশে কম নয়! হাওড়া আমতা -২ ব্লকের পার বাকসী মিলন সংঘের এবারের ভাবনা দক্ষিণেশ্বরের মন্দির।
#হাওড়া: কলকাতা বা শহর হাওড়ার পুজোর থেকে এই পুজো মণ্ডপ কোন অংশে কম নয়! হাওড়া আমতা -২ ব্লকের পার বাকসী মিলন সংঘের এবারের ভাবনা দক্ষিণেশ্বরের মন্দির। পার বাকসী মিলন সংঘের পুজো এ বছর ৫৫ তম বর্ষে। পুজো মণ্ডপ সেজে উঠেছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। দুই থেকে আড়াই মাসের অক্লান্ত পরিশ্রমে মন্ডপ গড়ে উঠেছে, সেই সঙ্গে চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং প্রতিমা মন কাড়ছে দর্শকদের।
মহালয়ার দিন মাননীয়া মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন পুজো মন্ডপের। সেই থেকেই সাধারণ মানুষের জন্য মণ্ডপের দ্বার খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয়ার সন্ধা থেকেই মন্ডপ মুখী মানুষ, জানান উদ্যোক্তারা। পার বাকসী নদী সংলগ্ন মাঠে সেজে উঠেছে মন্ডপ, পুজোর কটা দিন মন্ডপের পার্শ্ববর্তীতে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু হাওড়া নয়, নদী পেরিয়ে মেদনীপুর থেকে বহু দর্শনার্থী নৌকায় চড়ে আসেন প্রতি বছর। সেইদিক গুরুত্ব রেখে দিন কয়েক আগে মন্ডপ সংলগ্ন অস্থায়ী নদী ঘাট মেরামত করা হয়েছে, সেখানে লাগানো হয়েছে আলো।
advertisement
advertisement
পার বাকসী, আমতা -২, হাওড়া
PARBAKSHI MILAN SANGHA
মহাঅষ্টমী ও নবমীর দিন প্রায় ৫০ -৬০ হাজার দর্শক আসেন মন্ডপে, এ বছর সেই সংখ্যা ঝাঁপিয়ে যাবে আশা করছেন উদ্যোক্তারা। গ্রামীণ হাওড়ার বুকে এক টুকরো দক্ষিণেশ্বরের ছোঁয়া, ১০ থেকে ১২ লক্ষ টাকা ব্যয় সেজে উঠেছে মন্ডপ। আলোকসজ্জা, প্রতিমা এবং মন্ডপের অন্দরের শৈল্পিক কারুকার্য মন কাড়ছে দর্শকদের।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
First Published :
September 30, 2022 2:17 PM IST