শুধু নিজের ছেলে-মেয়েই নয়, ‘ওরাও পরুক নতুন জামা’ নিজেদের মাইনে থেকে তাই কিনে দিলেন জামা

Last Updated:

সাঁতরাগাছি থানার পুলিশ কর্মীদের অবিনভ উদ্যোগে হাসি ফুটলো ১৫০ জন শিশুর মুখে | চাঁদা তুলে এলাকার পিছিয়ে পড়া শিশুদের পূজোতে নতুন জামা কাপড় উপহার পুলিশ কর্মীদের | 

Santragachi thana distributed new cloths to poor children for Durga Puja 2022
Santragachi thana distributed new cloths to poor children for Durga Puja 2022
#হাওড়া: পুজো মানেই তো নতুন জামা, কিন্তু কে দেবে পূজা, মুন্নি আর নাড়ুদের ? সাঁতরাগাছি রেল কলোনি এলাকায় প্রতিবার পুজো আসে পুজো যায় কিন্তু পূজা- নাড়ুদের জীবন যাত্রা একই দড়িতেই বাঁধা | ওদের নাই নতুন জামা নাই জমিয়ে খাওয়া দাওয়া | এই জীবনযাত্রার ইতি , সৌজন্যে সাঁতরাগাছি থানা | নিজেদের মাস মাইনের থেকে সবাই মিলে কিছু কিছু অর্থ দিয়ে এলাকার দেড়শো জন সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্যে নতুন নতুন জামা কিনে আনলো থানার পুলিশ কর্মীরা |
পুলিশের আবেদনে অনেকেই সাড়া দিয়েছিল, অনেকেই জামা কাপড় দিতেও রাজি হয়েছিল কিন্তু থানার বড় বাবু মৃনাল সিনহা সটাং নাকজ করে দেন সেই আবেদন | মৃনাল বাবুর দাবি এই ভাবে জামা কাপড় দিলে হয়তো শিশুগুলো নতুন পোশাক পাবে কিন্তু তার মধ্যে আমার বা পুলিশ কর্মীদের আন্তরিকতার একটা অভাব থেকেই যাবে | সবারই পরিবার রয়েছে, বাড়িতে সন্তানরাও রয়েছে তাদের জন্য আমাদের যতটা চিন্তা ঠিক ততটাই যদি আমাদের আশেপাশে থাকা পূজা -নাড়ু রা ভালো না থাকলে আমরা বা আমাদের সন্তানরাও ভালো থাকতে পারে না | তাই আমার আবেদন ছিল আমার থানার আমার সহকর্মীদের কাছে , আর সেই আবেদনেই সাড়া দিলো তারা | প্রীতিটি শিশুদের সাথে যোগাযোগ করে তাদের জামার মাপ নিয়ে  নিজেরা গিয়েই পছন্দ করে জামা কিনে নিয়ে আসে সাঁতরাগাছি থানার পুলিশ কর্মীরাই | পুলিশ কর্মীদের ইচ্ছায় থানায় দেড়শোজন শিশুর হাতে পুজোর নতুন পোশাকের সাথে সাথে থানায় বসেই চললো ভুরিভোজের আসর | সঙ্গে চলল খুদেদের নাচ গানের আসর |
advertisement
advertisement
এক পুলিশ কর্মীর বলে উঠলেন , পুজো তো সবার আমাদের তো দায়িত্ব মানুষ যাতে পুজো ভালো করে কাটাতে পারে তার দিকে নজর দেওয়া, পুজোরদিনে তো পরিবার পরিজনদের থেকে আমরা দূরেই থাকি তাই কিছুটা হলেও এই শিশুগুলিকে নিয়েই যতটা আনন্দ উপভোগ করা যায় আর কি ? পুলিশের এমন উপহারে কেউ কেউ ফিরে পেলো এক নতুন জীবন, কেউ কেউ আবার ফিরে পেলো পুরোনো জীবন | সবার মধ্যে উৎসব আবহ ছড়িয়ে দিতে পেরে হাওড়া সাঁতরাগাছি থানার পুলিশ কর্মীরাও বেজায় খুশি |
advertisement
Debasish Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শুধু নিজের ছেলে-মেয়েই নয়, ‘ওরাও পরুক নতুন জামা’ নিজেদের মাইনে থেকে তাই কিনে দিলেন জামা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement