দুর্গাপুরের বি ওয়ান মোড়। সেখানেই রয়েছে দীপ বাবুর চায়ের দোকান। সম্প্রতি এই চায়ের দোকান তিনি শুরু করেছেন। যেখানে মাত্র দু’টাকায় পাওয়া যাচ্ছে এক কাপ চা। এই স্বল্পমূল্যেই আপনার কাছে রয়েছে স্বাদ বদলের সুযোগ।
আরও পড়ুন: ডান দিকের ব্রেন অক্ষম, এক হাত অকেজো, হার্টে… ৭০% শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই মাধ্যমিকে ছাত্রী!
advertisement
অর্থাৎ দু’টাকার বিনিময়ে আপনি চার থেকে পাঁচ ধরনের চা পেতে পারেন। তালিকায় রয়েছে মশলা চা, আদা চা, লিকার চা, দুধ চা এবং ব্ল্যাক টি। আপনি যে কোনও ধরনের চা পান করতে চান না কেন, দু’টাকার বিনিময়ে সেই এক কাপ চা আপনি পেয়ে যাবেন।
দোকান মালিক দীপ দাস বলছেন, এখন রাস্তায় একটু ভাল চা খেতে গেলে পাঁচ টাকার কমে তা পাওয়া যায় না। ভালো মানের চা খেতে গেলে খরচ হয় আরও বেশি। যারা বারবার চা খান, তাদের খরচ আরও বেশি হয়।
সেই বিষয় মাথায় রেখেই তিনি মাত্র দু’টাকার বিনিময়ে চা বিক্রি শুরু করেছেন। তিনি বলছেন, এক্ষেত্রে চায়ের স্বাদ বা গুণগত মানের দিকে কোনও রকমভাবে আপোষ করা হয়নি। কিন্তু সেখানে পরিমাণ একটু কম দেওয়া হচ্ছে।
ন্যূনতম লাভ রেখে বিক্রেতা ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন বিভিন্ন স্বাদের চা। তাও আবার মাত্র দু টাকার বিনিময়ে। আর এই চা পান করতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমছে ক্রেতাদের।
নয়ন ঘোষ