Madhyamik Exam 2024: ডান দিকের ব্রেন অক্ষম, এক হাত অকেজো, হার্টে... ৭০% শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই মাধ্যমিকে ছাত্রী!
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
৭০% শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন হুগলীর গোঘাট ১ নং ব্লকের উদয়রাজপুর এলাকার বাসিন্দা সুপ্রিয়া দত্ত
আরামবাগ: হৃদয়ে দুটি ছিদ্র, ডান দিকের ব্রেন অক্ষম, অক্ষম তার ডান হাত, ৭০% শারীরিক প্রতিবন্ধকতা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন হুগলীর গোঘাট ১ নং ব্লকের উদয়রাজপুর এলাকার বাসিন্দা সুপ্রিয়া দত্ত। সুপ্রিয়া উদয়রাজপুর হাই স্কুলের ছাত্রী।
জানা যায়, সুপ্রিয়ার জন্মের পর এক বছরের মধ্যে হৃদয়ে দুটি ছিদ্র ধরা পরে। তারপরেই দেড় বছর বয়সে হঠাৎ স্ট্রোক হয়। আর তাতেই ডান দিকের ব্রেন অক্ষম হয়,অক্ষম হয় ডান হাতও। দেশ বিদেশ ডাক্তার দেখানোর পাশাপাশি চলে তার পড়াশোনা। সে পড়াশোনায় ছোট থেকে ভাল হলেও সমস্যা তার ব্রেনের অক্ষমতা।পড়াশোনা সে খুব বেশি মনে রাখতে পারেনা। তারপরেও জীবনের বড় পরীক্ষায় বসার জন্য মনের জোর তার প্রবল।
advertisement
advertisement
ডান হাত অক্ষম হওয়ায় বড় পরীক্ষায় বসার জন্য স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে রাইটার নিয়ে পরীক্ষায় বসেছে পরীক্ষায় উত্তীর্ণ হবেই সেই বিশ্বাস তার পরিবারের। মেয়ে ৭০% প্রতিবন্ধী হওয়ায় তার যাবতীয় কাজ করে তার মা।মেয়ে পাস করলে আরও পড়াতে চাই তার পরিবার। যদিও সমস্যা তাঁদের পরিবারিক অভাব অনটন।
advertisement
কোনও রকমে ফুটপাতে দোকান নিয়ে বসে মেয়ের চিকিৎসা ও পড়াশোনা চালাই তার বাবা। এই বিষয়ে সুপ্রিয়ার মা জানান মেয়ে ছোট থেকে প্রতিবন্ধী হলেও পাইনি সরকারি কোনো সুবিধা।অনেকবার সরকারি সাহায্যের জন্য আবেদন করেও কোনও সাহায্য মেলেনি।
তারা যদি পাশে কেউ দাঁড়ায় তাহলে আগামী দিনে সুপ্রিয়া অনেকটাই এগিয়ে যেতে পারবে পড়াশোনাতে। সব মিলিয়ে এখন দেখার সুপ্রিয়া কি তার জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিবার থেকে এলাকার বাসিন্দাদের মুখে হাসি ফুটাবে, সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।
advertisement
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2024 1:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Exam 2024: ডান দিকের ব্রেন অক্ষম, এক হাত অকেজো, হার্টে... ৭০% শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই মাধ্যমিকে ছাত্রী!








