North 24 Parganas News: সংখ‍্যায় হাজারেরও বেশি! বিপুল পরিমাণ বেআইনি কচ্ছপ উদ্ধার সীমান্ত এলাকা থেকে

Last Updated:

বিপুল পরিমাণ বেআইনি কচ্ছপ উদ্ধার সীমান্ত এলাকা থেকে

সংখ‍্যায় হাজার হাজার! বিপুল পরিমাণ বেআইনি কচ্ছপ উদ্ধার সীমান্ত এলাকা থেকে
সংখ‍্যায় হাজার হাজার! বিপুল পরিমাণ বেআইনি কচ্ছপ উদ্ধার সীমান্ত এলাকা থেকে
উত্তর ২৪ পরগনা: বনদফতরের তৎপরতায় এই মরশুমের সবচেয়ে বড় কচ্ছপের চোরা চালান রুখল প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে, এসপি বন সুরক্ষা অজিত সিং যাদব, আইপিএস এবং ডিএফও এন ২৪ পিজিএনএস, রাজু সরকার এবং বন আধিকারিকদের নেতৃত্বে, গোপালনগর থানা এলাকায় দুটি অভিযান চালানো হয়, আর তাতেই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে প্রায় ১৪৫০টি আইএসএস প্রজাতির কচ্ছপ ৬৪টি ব্যাগে পাচার করা হচ্ছিল বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে। বিপুল পরিমাণের এই কচ্ছপ বাইরে থেকে নিয়ে এসে সীমান্তবর্তী এলাকা-সহ বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
প্রায় ঘন্টা দুয়েক ধরে চলা এই তল্লাশি অভিযান সাম্প্রতিককালে সবচেয়ে বড় কচ্ছপ ধরার ঘটনা বলছেন বন আধিকারিকেরা। কচ্ছপ গুলি অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছিল বলে, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে অভিযুক্তদের।
স্থানীয় হাটে কিছু পরিমাণ বিক্রি করা হয়, বাকি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল এমনটাই মনে করছে তদন্তকারীরা। বেআইনিভাবে এই কচ্ছপ পাচারের অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্তকে এদিন বনগাঁ আদালতে পেশ করা হয়।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সংখ‍্যায় হাজারেরও বেশি! বিপুল পরিমাণ বেআইনি কচ্ছপ উদ্ধার সীমান্ত এলাকা থেকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement