ইতিমধ্যেই বসিরহাট মহকুমার ১১টি সংবেদনশীল থানা এলাকায় বসানো হয়েছে প্রায় ৫৫০টি সিসিটিভি ক্যামেরা। এগুলির মূল মনিটরিং হবে বসিরহাট থানার দ্বিতীয় তলায় তৈরি বিশেষ নিয়ন্ত্রণকক্ষ থেকে। ওই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার ডঃ হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, জেলা পুলিশ আধিকারিক দুর্বার ব্যানার্জি, বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়-সহ একাধিক পুলিশ আধিকারিক।
advertisement
আরও পড়ুন: পুজোর আগে এ কী আয়োজন হাওড়ায়! ঢুঁ মারলেই গলে যাচ্ছে মহিলাদের মন, হাতের কাছেই মিলছে ‘এত’ কিছু
ডিআইজি জানান, দুর্গাপুজো ও অন্যান্য বড় উৎসবের সময় সীমান্ত সংলগ্ন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই কারণে সমাজবিরোধী বা অসামাজিক কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কর্তৃপক্ষের দাবি, এই কন্ট্রোল রুম থেকে প্রায় ৩৫ লক্ষ মানুষের গতিবিধি নজরে রাখা সম্ভব হবে। কে কোথায় যাচ্ছে, কীভাবে চলাফেরা করছে, নৌপথে বা সড়কে—সবকিছুর উপর নিরবচ্ছিন্ন নজরদারি চালানো যাবে। এতে দুষ্কৃতীদের কার্যকলাপ অনেকটাই লাগাম টানা সম্ভব হবে। এর আগে পুলিশি নজরদারি থাকলেও এই আধুনিক উদ্যোগে নিরাপত্তা আরও দৃঢ় হবে বলে মনে করছে জেলা প্রশাসন। ফলে উৎসবের দিনগুলোয় সীমান্ত এলাকার সাধারণ মানুষও অনেক বেশি নিশ্চিন্তে থাকতে পারবেন।