কৃষ্ণনগর থেকে নবদ্বীপগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টোটোর। জানা যায়, বাসটি নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল এবং টোটোটি যাচ্ছিল নবদ্বীপ ঘাটের দিকে। দুর্ঘটনায় টোটোর ড্রাইভার-সহ মোট পাঁচজন গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে টোটোচালক-সহ টোটোতে থাকা দুই যাত্রীর অবস্থার অবনতি হলে তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি আহত ব্যক্তিদের মহেশগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। তবে বাসে থাকা যাত্রীদের কেউ আহত হননি বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বাসচালককে সেখানে পাওয়া যায়নি।
advertisement
আরও পড়ুন- দার্জিলিংয়ে ধস! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১! এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, টোটোর সংখ্যা দিন দিন বেড়ে চলায় অনেক চালকই ট্রাফিক নিয়ম মানছেন না। ইন্ডিকেটর না দিয়ে লেন পরিবর্তন বা হঠাৎ মোড় নেওয়ার প্রবণতায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে, জনবহুল এলাকায় স্থানীয় রুটের বাসগুলিও অতিরিক্ত গতিতে চলাচল করে বলে অভিযোগ। এসব কারণেই নিত্যদিন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সাধারণ মানুষ। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।