Nadia News: উত্তেজনা তুঙ্গে! বর্ডার ছেড়ে সোজা ফুটবলের ময়দানে বিএসএফের টিম

Last Updated:

BSF Football- কল্যাণীতে সীমান্তরক্ষীদের ফুটবল উৎসব। শুরু হল বিএসএফ-এর ৪৮তম ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল প্রতিযোগিতা ২০২৫।

+
বিএসএফের

বিএসএফের উদ্যোগে আয়োজন করা হল ফুটবল খেলার

কল্যাণী, নদিয়া, মৈনাক দেবনাথ: কল্যাণীতে সীমান্তরক্ষীদের ফুটবল উৎসব। শুরু হল বিএসএফ-এর ৪৮তম ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল প্রতিযোগিতা ২০২৫।
সীমান্তরক্ষীদের মধ্যে ক্রীড়া-উৎসাহ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে শুরু হল সীমান্ত রক্ষী বাহিনী এর বার্ষিক ক্রীড়া আসর — ৪৮ তম ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল প্রতিযোগিতা ২০২৫।
কল্যাণী স্টেডিয়ামে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের উদ্যোগে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কাশ্মীর ফ্রন্টিয়ার ও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার দলের খেলোয়াড়রা।
advertisement
পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১১ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এবারের আয়োজক সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের বিএসএফ ফ্রন্টিয়ার দলগুলি অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। খেলোয়াড়দের পারস্পরিক বন্ধন, দলগত সংহতি ও খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যেই প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
advertisement
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানান, টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ। স্টেডিয়ামের নিরাপত্তা, আবাসন এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠের পরিবেশে দেখা গেছে জওয়ানদের উচ্ছ্বাস ও প্রতিযোগিতার প্রতি তীব্র আগ্রহ।
বিএসএফ সূত্রে খবর, এই ফুটবল চ্যাম্পিয়নশিপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং জওয়ানদের মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির অন্যতম মাধ্যম। কঠোর দায়িত্ব পালন ও সীমান্ত জীবনের চাপের মধ্যেও এই প্রতিযোগিতা তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা নিয়ে আসে।
advertisement
আরও পড়ুন- মাঝ নদীতে ভয়ঙ্কর কাণ্ড! আচমকা আটকে গেল নৌকা, তারপর কী হল? দেখুন ছবিতে
স্থানীয় ফুটবলপ্রেমীরাও এই টুর্নামেন্ট নিয়ে যথেষ্ট উৎসাহী। কল্যাণী স্টেডিয়ামে প্রতিদিনই দেখা যাচ্ছে দর্শকদের ভিড়। অনেকেই মনে করছেন, বিএসএফ জওয়ানদের এই ফুটবল উৎসব শুধু খেলাধুলার নয়, বরং দেশরক্ষকদের মানসিক দৃঢ়তার প্রতীকও বটে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: উত্তেজনা তুঙ্গে! বর্ডার ছেড়ে সোজা ফুটবলের ময়দানে বিএসএফের টিম
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement