Fire In Hospital : দুপুরবেলায় আচমকা ধোঁয়া, হাসপাতালের মধ্যে হুড়োহুড়ি! ভ্যাকসিন রুমে আগুন! এখন কী পরিস্থিতি?
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Fire In Hospital : দুপুরে ভ্যাকসিন স্টোর রুম থেকে ধোঁয়া বেড়োতে দেখেন হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
বেথুয়াডহরি, নদিয়া, মৈনাক দেবনাথ: নাকাশিপাড়ার বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতালে ভ্যাকসিন স্টোর রুমে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে ভ্যাকসিন স্টোর রুম থেকে ধোঁয়া বেড়োতে দেখেন হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কোনও হতাহতের ঘটনা নেই। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে ঘটনার জেরে সাময়িকভাবে উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে।
আরও পড়ুন : বোলপুর ঘুরতে এসে ঘুরে দেখেন নি ‘এই’ জায়গা! কত বড় ভুলটাই না করেছেন, বৃথা আপনার বোলপুর-শান্তিনিকেতন ট্যুর
advertisement
advertisement
কিন্তু চিকিৎসা পরিষেবা সেভাবে কোনও ব্যাহত হয়নি বলেই জানা গিয়েছে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর অবশেষে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরী জেনারেল হাসপাতালে প্রত্যেকদিনই কমবেশি রোগীর চাপ থাকে। ছোট ও মাঝারি ধরনের যে কোনও রোগের চিকিৎসা করতে ওই সমস্ত এলাকার মানুষদের ভরসা বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতাল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতালে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষজন। যদিও এই ঘটনার পরেও চিকিৎসা পরিষেবা এখন স্বাভাবিক রয়েছে বলেই খুশি তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Oct 08, 2025 4:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire In Hospital : দুপুরবেলায় আচমকা ধোঁয়া, হাসপাতালের মধ্যে হুড়োহুড়ি! ভ্যাকসিন রুমে আগুন! এখন কী পরিস্থিতি?






