Landslides in several places of Darjeeling: দার্জিলিংয়ে ধস! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১! এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু

Last Updated:

Landslides in several places of Darjeeling: দার্জিলিংয়ে ধস! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১! আজ, বুধবার একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। বিজনবাড়িতে ছোটা রঙ্গীত নদীতে ভেসে আসে মৃতদেহ। এখনও পরিচয় জানা যায়নি। বিজনবাড়িতে ক্ষতিগ্রস্থ লোহার সেতু।

News18
News18
দার্জিলিং: দার্জিলিংয়ে ধস! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১! আজ, বুধবার একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। বিজনবাড়িতে ছোটা রঙ্গীত নদীতে ভেসে আসে মৃতদেহ। এখনও পরিচয় জানা যায়নি। বিজনবাড়িতে ক্ষতিগ্রস্থ লোহার সেতু। চিংথুং এবং পুলবাজার-বিজনবাড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন।। বহুবাড়ি ক্ষতিগ্রস্থ। এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। সঙ্গে ছিলেন সাংসদ রাজু বিস্তা। ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস। এই সময় রাজনীতি নয়। একযোগে কাজ করতে হবে।
আরও পড়ুনঃ বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ দিচ্ছে টিম দেব! ‘এই কঠিন সময় আমি পাশে আছি…’ বার্তা তৃণমূল সাংসদের
ব্যপক ক্ষতিগ্রস্থ দার্জিলিংয়ের পুলবাজার-বিজনবাড়ি। ছোটো রঙ্গীত নদী ঘেঁষা এলাকা ক্ষতিগ্রস্থ। ভেঙেছে ঘর৷ ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে ঘরের আসবাব। উনুন ভেঙে পড়েছে। দুশ্চিন্তা গ্রামজুড়ে। তাদের দাবী, অবিলম্বে অন্যত্র সরানো হোক তাদের। এক রাতের বৃষ্টিতে দার্জিলিঙের পরিস্থিতি ভয়াবহ। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়েছেন পর্যটকেরা। সিকিম এবং কালিম্পঙের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্ধারকাজ চলছে।
advertisement
advertisement
উত্তরবঙ্গে বৃষ্টি হবে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিঙে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। সেইমতো শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। সকাল পর্যন্ত টানা বর্ষণে বিপর্যয় ঘটে গিয়েছে। তিস্তার জল বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার জল উঠে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এ ছাড়া, রাতে মিরিক এবং দুধিয়ার মাঝের লোহার সেতুর একাংশ বৃষ্টিতে ভেঙে গিয়েছে। তার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ। এমনকি, দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে, যা বেশ বিরল।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Landslides in several places of Darjeeling: দার্জিলিংয়ে ধস! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১! এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement