TRENDING:

West Bengal News: মাছের চেম্বারে নামলেন ৭ জন, সেখানেই ৫ বাঙালির মর্মান্তিক মৃত্যু! শিউরে ওঠা ঘটনা...

Last Updated:

West Bengal News: জানা গিয়েছে, দক্ষিণ কর্নাটকের বাজপাই থানা এলাকায় শ্রী উল্কা লিমিটেড নামের এক মাছের কোম্পানিতে কাজে গিয়েছিলেন দেগঙ্গা থেকে প্রায় ত্রিশ পয়ত্রিশ জনের একটি দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেগঙ্গা: বাংলার পাচঁ পরিযায়ী শ্রমিকের মৃত্যু দক্ষিণ কর্ণাটকে (West Bengal News)। প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকায়। স্বাভাবিকভাবেই দেগঙ্গা এলাকার পাঁচ যুবকের মৃত্যুতে গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য। জানা গিয়েছে, দক্ষিণ কর্নাটকের বাজপাই থানা এলাকায় শ্রী উল্কা লিমিটেড নামের এক মাছের কোম্পানিতে কাজে গিয়েছিলেন দেগঙ্গা থেকে প্রায় ত্রিশ পয়ত্রিশ জনের একটি দল।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

রবিবার বিকালে সেই মাছের কোম্পানির একটি চেম্বারে একজন শ্রমিক নামে, তারপর পরপর ৭ জন শ্রমিক সেই চেম্বারে নামে। সেই চেম্বার থেকে কর্তৃপক্ষ পরে এক -এক করে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই খবর আসা মাত্রই দেগঙ্গা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীপুত্রের বেজায় চাপ বাড়ল, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ! এবার কী হবে?

এলাকা সূত্রে খবর মাস দুয়েক আগে দেগঙ্গার বিভিন্ন এলাকা থেকে প্রায় ত্রিশ-পঁয়ত্রিশ জন কাজে যায় কর্ণাটকের ওই এলাকায়। সেখানে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ সাহেব পাঁচ পরিবারের পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দিয়েছেন এবং দ্রুত মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার জন্য এলাকা থেকে একটি টিম দক্ষিণ কর্নাটকের বাজপাই থানা এলাকায় পাঠানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: আবারও সেই লখিমপুর খেরি, বিধায়ক স্টিকার লাগানো গাড়ি চাপায় রক্তস্নাত রাজপথ! মৃত ২

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, ওই পাঁচ শ্রমিকের নাম মিজানুর ইসলাম, শারাফাত আলী, ওমর ফারুক, নিজান উদ্দিন ও সমিউল ইসলাম।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মাছের চেম্বারে নামলেন ৭ জন, সেখানেই ৫ বাঙালির মর্মান্তিক মৃত্যু! শিউরে ওঠা ঘটনা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল