রবিবার বিকালে সেই মাছের কোম্পানির একটি চেম্বারে একজন শ্রমিক নামে, তারপর পরপর ৭ জন শ্রমিক সেই চেম্বারে নামে। সেই চেম্বার থেকে কর্তৃপক্ষ পরে এক -এক করে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই খবর আসা মাত্রই দেগঙ্গা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীপুত্রের বেজায় চাপ বাড়ল, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ! এবার কী হবে?
এলাকা সূত্রে খবর মাস দুয়েক আগে দেগঙ্গার বিভিন্ন এলাকা থেকে প্রায় ত্রিশ-পঁয়ত্রিশ জন কাজে যায় কর্ণাটকের ওই এলাকায়। সেখানে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ সাহেব পাঁচ পরিবারের পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দিয়েছেন এবং দ্রুত মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার জন্য এলাকা থেকে একটি টিম দক্ষিণ কর্নাটকের বাজপাই থানা এলাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আবারও সেই লখিমপুর খেরি, বিধায়ক স্টিকার লাগানো গাড়ি চাপায় রক্তস্নাত রাজপথ! মৃত ২
জানা গিয়েছে, ওই পাঁচ শ্রমিকের নাম মিজানুর ইসলাম, শারাফাত আলী, ওমর ফারুক, নিজান উদ্দিন ও সমিউল ইসলাম।