Lakhimpur Kheri: আবারও সেই লখিমপুর খেরি, বিধায়ক স্টিকার লাগানো গাড়ি চাপায় রক্তস্নাত রাজপথ! মৃত ২

Last Updated:

Lakhimpur Kheri: গাড়ি সমেত চালককে আটক করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে লখিমপুরের সদর কোতোয়ালির রামপুরা এলাকায়।

মারাত্মক কাণ্ড
মারাত্মক কাণ্ড
#লখিমপুর খেরি: আরও একবার সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি। ফের "বিধায়ক" স্টিকার লাগানো গাড়ি চাপা দিল বাইক আরোহী দুই ভাইকে। গাড়িটি স্থানীয় বিজেপি বিধায়ক যোগেশ বর্মার বলে অভিযোগ। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু। গাড়ি সমেত চালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখিমপুরের সদর কোতোয়ালির রামপুরা এলাকায়।
উল্লেখ্য, এদিনই লখিমপুর খয়েরি মামলায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রর জামিন খারিজ করেছে সর্বোচ্চ আদালত। আগামী সাত দিনের মধ্যে তাকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় মন্ত্রী-পুত্র আশিস মিশ্রর (Ashish Mishra) জামিনের নির্দেশ বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ সোমবার কড়া রায় দিল লখিমপুরের ঘটনায়। ফলে নতুন করে বিপাকে পড়লেন মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আশিসকে জামিনের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতবছর ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালিন একটি গাড়ি বেশ কয়েকজন ব্যক্তিকে ধাক্কা দেয় এবং পিষে দিয়ে চলে যায়। অভিযোগ, ওই গাড়িটি মন্ত্রীপুত্র আশিসের ছিল। তিনি ওই গাড়িতেই ছিলেন, এমনও অভিযোগ। এই ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনায় আট জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে চারজন কৃষক ছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
এই ঘটনায় অভিযোগ ওঠে, গাড়ির মধ্যে ছিলেন মন্ত্রীপুত্র আশিস (Ashish Misra)। যদিও এই যাবতীয় অভিযোগ খারিজ করে দেন তিনি। এরপর গতবছর ৯ অক্টোবর তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর প্রায় চার মাস তিনি জেলেই ছিলেন। তবে সোমবার সুপ্রিম কোর্টের রায় নতুন করে এই ঘটনা নিয়ে দেশে তোলপাড় ফেলে দিয়েছে তা বলাই বাহুল্য।
বাংলা খবর/ খবর/দেশ/
Lakhimpur Kheri: আবারও সেই লখিমপুর খেরি, বিধায়ক স্টিকার লাগানো গাড়ি চাপায় রক্তস্নাত রাজপথ! মৃত ২
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement