দিল্লি বিস্ফোরণের ঘটনার পর জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানার বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালাছে। ফরাক্কা থানার উদ্যোগে গোটা এলাকা জুড়ে বসানো হল আধুনিক ৪৪টি সিসি ক্যামেরা। ফরাক্কা থানায় আনুষ্ঠানিকভাবে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাও।
আরও পড়ুনঃ শিশুবাড়ির তেজপাতা যাচ্ছে মুম্বই! বিদেশের বাজারও অদূরে নয়, জীবিকা নিয়ে চওড়া হাসি গ্রামবাসীদের মুখে
advertisement
মুর্শিদাবাদ জেলার ফরাক্কার একদিক ঝাড়খণ্ড বর্ডার অন্যদিকে মুর্শিদাবাদের শেষ সীমানা। তার পর মালদহ জেলা। এছাড়া ফরাক্কায় তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ফরাক্কা বাঁধ প্রকল্পের ব্যারেজ, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র সড়ক পথ। শুধু তাই নয়, ফরাক্কা স্টেশন যেখান থেকে ভারতবর্ষে প্রায় সব রাজ্যেই যাতায়াত করা যায়। তৃতীয় এনটিপিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রে। যে কারণে গুরুত্বপূর্ণ মোড়, রাস্তা, বাজার ও জনবহুল এলাকায় বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা।
আরও পড়ুনঃ শীত পড়তেই আখের রস থেকে গুড় বানানো শুরু, গরম গরম গুড়ের স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা, রইল পদ্ধতি
জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, শহরের নিরাপত্তার কথা মাথায় রেখেই সিসিটিভির মাধ্যমে থানা থেকে সরাসরি নজরদারি চালানো হবে। অপরাধ দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জন-নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিসিটিভি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাও, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ফরাক্কার জোনাল অ্যাডিশনাল এসপি সৌম্যজীৎ বড়ুয়া, ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এবং ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র।





