কথিত আছে, অবিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় সাত জন ডাকাতের একটি দল। সম্পর্কে তারা ছিল আপন ভাই। ডাকাতি করে ফেরার পথে জমিদারবাড়ির কালীমূর্তিও সঙ্গে করে নিয়ে আসে তারা। বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার পুরাতন বনগাঁর ইছামতী নদীর ধারে জঙ্গল ঘেরা বটগাছের নীচে কালীমূর্তি স্থাপন করা হয়।
advertisement
আরও পড়ুন : বিগ্রহকে নিবেদন ভোগের পাহাড়, মায়াপুরে গোবর্ধন পুজো ও অন্নকূট পালিত ভক্ত সমাগমে
দেবীপুজোর জন্য ডাকাতদল পুরোহিতের খোঁজে বের হয়। স্থানীয় এক চক্রবর্তী পুরোহিতকে খুঁজে পায়। তাঁরাই বংশপরম্পরায় পুজো করে আসছেন। পুজো শুরু হয় আনুমানিক প্রায় ৪০০ বছর আগে। জাগ্রত পুরাতন বনগাঁর এই কালী মন্দির সাত ভাই কালীতলা নামে পরিচিত। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার, কমিউনিটি হল এবং স্কুল। সারা বছরই থাকে ভক্তদের ভিড়। কালীপুজো উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে। প্রতিনিয়ত আসছেন অগণিত ভক্ত।