Mayapur ISKCON Temple: বিগ্রহকে নিবেদন ভোগের পাহাড়, মায়াপুরে গোবর্ধন পুজো ও অন্নকূট পালিত ভক্ত সমাগমে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mayapur ISKCON Temple: এদিন মায়াপুর ইসকন মন্দিরে আগত ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়ে থাকে মন্দিরের তরফ থেকে
মৈনাক দেবনাথ, মায়াপুর: বুধবার মায়াপুর ইসকন মন্দিরের সাড়ম্বরে পালিত হল গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব। আর এই পুজো উপলক্ষে মঙ্গলবার নদিয়ার ইসকন মায়াপুর মন্দিরে এই দিন সকালে মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয় গোবর্ধন পুজো। এদিন মায়াপুর ইসকন মন্দিরে আগত ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়ে থাকে মন্দিরের তরফ থেকে।
গোবর্ধন পুজো উপলক্ষে ভোগের পাহাড় মায়াপুর ইসকন মন্দিরে। মঙ্গলবার নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে বিগ্রহের সামনে যে পরিমাণে ভোগ দেওয়া হয় তাতে দূর থেকে মনে হয় একটি ছোটখাটো ভোগের পাহাড়। এই পুজো উপলক্ষে মায়াপুর ইসকন মন্দির আগত হাজার হাজার দর্শনার্থীদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়ে থাকে।
আরও পড়ুন : ভাইয়ের মঙ্গলকামনা করেন তো? তাহলে ভ্রাতৃদ্বিতীয়ায় এই ভুলগুলি করবেন না
গোবর্ধন পুজো উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থীরা এই দিন সকাল থেকেই সমবেত হতে শুরু করেন মন্দির প্রাঙ্গণে। অন্নকূট বা গোবর্ধন পুজো উপলক্ষে এই দিন বিভিন্ন ভাষায় গিরি গোবর্ধনের ওপর ধর্মালোচনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে৷ এমনটাই জানান মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। গিরিরাজ ভগবান গোবর্ধনকে এই দিন বিভিন্ন ধরনের পদে সুসজ্জিতভাবে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠা করা হয়েছে গিরিরাজের প্রতীক। প্রতীক নিয়ে এই দিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে পরিক্রমা করবেন দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ।
advertisement
advertisement
এদিন মায়াপুর ইসকন জুড়ে সকাল থেকেই ছিল ভক্তদের ঢল৷ অগণিত মানুষ দেশ তথা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এই গোবর্ধন পুজোয় অংশগ্রহণ করতে৷ এছাড়াও এই গোবর্ধন পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান দেখতে ভিড় জমান ভক্তরা৷ সকাল থেকে গোটা দিন এখানে কাটানোর পরিকল্পনাও রয়েছে অনেকের৷ গোবর্ধন পুজো উপলক্ষে ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই এদিন হাজার হাজার দর্শনার্থীদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় ইসকনের তরফ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 5:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mayapur ISKCON Temple: বিগ্রহকে নিবেদন ভোগের পাহাড়, মায়াপুরে গোবর্ধন পুজো ও অন্নকূট পালিত ভক্ত সমাগমে