TRENDING:

Viral news: ৩ কোটি টাকায় তৈরি ৪ কিমি রাস্তা! অভিযোগ, হাত দিলেই উঠে আসছে পিচ

Last Updated:

Road construction: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হাত দিলেই উঠে যাচ্ছে পিচ। গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির হয়েছে। এমনই ঘটনা ঘটেছে ভাঙরের উত্তর কাশিপুর থানার কৃষ্ণমাটি এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হাত দিলেই উঠে যাচ্ছে পিচ। গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির হয়েছে। এমনই ঘটনা ঘটেছে ভাঙরের উত্তর কাশিপুর থানার কৃষ্ণমাটি এলাকায়।
advertisement

দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল থাকার কারণে সাধারণ গ্রামবাসীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই নতুন রাস্তা তৈরির ব্য়বস্থা করা হয়, তারপরে এই রাস্তাটি বরাত পায় একটি ঠিকাদার সংস্থা, তারপর সেই রাস্তা তৈরি হয়। কিন্তু রাস্তা তৈরির কয়েক দিন পরও গ্রামবাসীরা দেখতে পান সেই রাস্তার পিচ হাত দিলেই আলগা হয়ে উঠে যাচ্ছে। সে নিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।

advertisement

আরও পড়ুন: বাবা-ই আমার সব, বিয়ে করলে বাবাকেই করব! ৫০ বছর বয়সি নিজের বাবাকে বিয়ে করলেন ২৪-এর তরুণী

যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদার কর্মীদের রাস্তা তৈরিতেও অনিয়মের ছবি দেখা গিয়েছে। ২০২৩ সালের মে মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তার টাকা বরাদ্দ হয়েছিল। বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত হবে এই রাস্তা। পরে সেই রাস্তার কাজ সেখানেই না শেষ করে জিরানগাছা হাসপাতাল মোড় থেকে সাতুলিয়া পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে।

advertisement

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় সোনার খনির হদিস পেল প্রতিবেশি দেশ! মজুত রয়েছে ৭ লক্ষ কোটি টাকার সোনা

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

৪ কিলোমিটার রাস্তার জন্য তিন কোটিরও বেশি টাকা বরাদ্দ হলেও রাস্তা ঠিকঠাক তৈরি করা হচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের। যদিও রাস্তার পিচ তুলে রাস্তার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। প্রশাসনের আধিকারিকরা না আসলে রাস্তার কাজ করতে দেবেন না বলেই জানান তারা। চারটি স্তরে রাস্তার কাজ হওয়ার কথা থাকলেও মাত্র দু’টি লেয়ারে কাজ হচ্ছে বলে দাবি করেন গ্রামবাসীরা। অন্য দিকে, রাস্তার সমস্যার কথা স্বীকার করে নেন ঠিকাদার সংস্থা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral news: ৩ কোটি টাকায় তৈরি ৪ কিমি রাস্তা! অভিযোগ, হাত দিলেই উঠে আসছে পিচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল