Fact Check Father marries daughter: বাবাকে নাকি বিয়ে করেছেন তরুণী, খবরের সত্যতা যাচাই করল নিউজ১৮ বাংলা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Daughter marrying father: সম্পর্ক জাতপাত, ধর্ম, বয়সের বাঁধা মনে না, আমরা অনেক জানি। কিন্তু তাই বলে বাবাকে! সম্প্রতি নিজের বাবাকে বিয়ে করার ঘটনায় জোর চর্চা সমাজমাধ্যম জুড়ে।
সম্পর্ক জাতপাত, ধর্ম, বয়সের বাঁধা মনে না, আমরা অনেক জানি। কিন্তু তাই বলে বাবাকে! সম্প্রতি নিজের বাবাকে বিয়ে করার ঘটনায় জোর চর্চা সমাজমাধ্যম জুড়ে। খবরটা আদৌ সত্যি কিনা সেই নিয়ে সন্দেহ করেছিলেন অনেকেই।
এক্স হ্যান্ডেলে নিজের বাবাকে বিয়ে করার পর ভিডিও দিয়েছেন নিজেই। নতুন বউয়ের বেশে, সিঁথিতে সিঁদুর পরে সেই ভিডিও শেয়ার করেছেন তরুণী নিজেই। ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জোর চর্চাও শুরু হয়েছে। অনেকেই দাবি করেছেন বাবা এবং মেয়ের সম্পর্ককে কলুষিত করেছেন দুজন। কিন্তু বাস্তবে দেখা যায় ভিডিওতে বিয়ে করার ঘটনা সত্যি নয়।
advertisement
advertisement
এই দৃশ্য দেখে অনেকেই দুজনকে গ্রেফতারের দাবি তুলেছেন। কিন্তু বাবাকে বিয়ে করে একটুও লজ্জিত নন তরুণী। ভিডিওতে মেয়েটিকে বলতে শোনা যায়, “ইনি আমার বাবা। তবে এখন থেকে পৃথিবীকে বলতে চাই যে আমরা বিবাহিত”। পাশাপাশি সম্পর্ক মেনে নিয়েছেন মেয়েটির বাবাও। তিনি বলেছেন, ‘‘হ্যাঁ, ও আমার নিজের মেয়ে। তাতে (বিয়েতে) সমস্যাটা কোথায়?’’ ভিডিওর নীচে লেখা রয়েছে ঘটনাটি কেবল বিনোদনের জন্যই, আদৌ তারা বিয়ে করেননি।
advertisement
एक बेटी ने अपने बाप से शादी कर ली और बाप ने अपनी बेटी से शादी कर ली।
हिंदू रीति रिवाज के अनुसार सादी मंदिर में संपन्न हुई उसके बाद मीडिया से बात की किसी को अब दिक्कत नहीं होनी चाहिए दोनों सहमत हैं दोनों राजी हैं। pic.twitter.com/cSY6Yytcv5
— Jaysingh Yadav SP (@JaysinghYadavSP) November 27, 2024
advertisement
তবে নিজের বাবাকে বিয়ে করে একদমই লজ্জিত নন তরুণী। বরং ভালবাসার মানুষকে নিয়ে তিনি গর্বিত। বাবা-মেয়ের সম্পর্ক ছেড়ে এখন স্বামী-স্ত্রীর সম্পর্কে জোর দিতে চান তাঁরা। এই ভিডিওটি শেয়ার করেছেন সমাজবাদি পার্টি নেতা জয়সিংহ যাদব।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 4:32 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Fact Check Father marries daughter: বাবাকে নাকি বিয়ে করেছেন তরুণী, খবরের সত্যতা যাচাই করল নিউজ১৮ বাংলা