TRENDING:

Snake: মার্বেলের দোকানের এদিকে-ওদিকে ফোঁস ফোঁস শব্দ! একটু খুঁজতেই চক্ষু চড়কগাছ! একে একে উদ্ধার ভয়ঙ্কর বিষাক্ত ৩২ পদ্ম গোখরো

Last Updated:

Snake: বর্ষা বৃষ্টির মাঝেই মছলন্দপুরে এক মার্বেল দোকান থেকে একসঙ্গে উদ্ধার হল ৩২ গোখরো সাপের বাচ্চা! ঘটনায় চাঞ্চল্য এলাকায়। কয়েকদিন ধরেই বিশ্বাসআটি বাজারের কাছে ওই দোকানে সাপের আনাগোনা দেখতে পান স্থানীয় দোকানদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মছলন্দপুর: বর্ষা বৃষ্টির মাঝেই মছলন্দপুরে এক মার্বেল দোকান থেকে একসঙ্গে উদ্ধার হল ৩২ গোখরো সাপের বাচ্চা! ঘটনায় চাঞ্চল্য এলাকায়। কয়েকদিন ধরেই বিশ্বাসআটি বাজারের কাছে ওই দোকানে সাপের আনাগোনা দেখতে পান স্থানীয় দোকানদার। দোকানের কর্মীরা লক্ষ্য করেন, মার্বেল পাথরের বাক্সের ফাঁক দিয়ে কিছু নাড়াচড়া করছে। এরপর ভাল করে দেখেন, দেখেন সাপের লেজ। খবর দেওয়া হয় স্থানীয় সাপ ধরায় পারদর্শী নারায়ণ রায়কে।
advertisement

এদিন ঘটনাস্থলে পৌঁছে একের পর এক মার্বেল এর বাক্স খুলতেই দেখা যায়, কিলবিল করছে ছোট ছোট সাপের বাচ্চা। এরপর সাবধানতা মেনে একে একে সব ক’টি সাপকে ধরে পাত্রে ভরে নেন নারায়ণ। শেষ পর্যন্ত মোট ৩২টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়, যেগুলির বয়স দু-তিন মাস। নারায়ণ রায় জানান, এগুলি ‘পদ্ম গোখরো’ প্রজাতির সাপ, যাদের বিষ অত্যন্ত শক্তিশালী। তবে আশ্চর্যের বিষয়, সাপের মায়ের কোনও হদিশ পাওয়া যায়নি বহু খোঁজাখুঁজির পরও।

advertisement

উদ্ধার সাপ

View More

আরও পড়ুনঃ ৪ সন্তানের জন্ম দিয়েও শোকে পাথর মা সঙ্গীতা! কলকাতার হাসপাতালে লড়ছে ৩ জন, এক মেয়ের কী হয়েছে? জানাল বাগনানের পরিবার

এতগুলো সাপ উদ্ধারের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাজারে এবং দোকানের সামনে ভিড় জমান উৎসুক মানুষ। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও তোলেন সেই মুহূর্তের। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, আশপাশের এলাকায় হয়তো আরও এই ধরনের বিষধর সাপ লুকিয়ে থাকতে পারে। ইতিমধ্যেই বিষয়টি বনদফতর ও স্থানীয় প্রশাসনকে জানান হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: মার্বেলের দোকানের এদিকে-ওদিকে ফোঁস ফোঁস শব্দ! একটু খুঁজতেই চক্ষু চড়কগাছ! একে একে উদ্ধার ভয়ঙ্কর বিষাক্ত ৩২ পদ্ম গোখরো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল