Quadruplets Child Birth: ৪ সন্তানের জন্ম দিয়েও শোকে পাথর মা সঙ্গীতা! কলকাতার হাসপাতালে লড়ছে ৩ জন, এক মেয়ের কী হয়েছে? জানাল বাগনানের পরিবার

Last Updated:

Child Birth: চার সন্তানের মধ্যে প্রথম দুটি সন্তান কন্যা, তৃতীয় সন্তান পুত্র এবং চতুর্থ সন্তান কন্যা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই।

হাসপাতালে চার শিশু চিকিৎসাধীন। ছবি সৌজন্যেঃ এআই।
হাসপাতালে চার শিশু চিকিৎসাধীন। ছবি সৌজন্যেঃ এআই।
হাওড়া: বাগনানের চার শিশুর শারীরিক অবস্থা কেমন? একসঙ্গে চার সন্তানের জন্ম, তাও আবার নর্মাল ডেলিভারি! বিরক ঘটনার সাক্ষী থেকেছে বাগনান। শুক্রবার বিকেলে হাওড়ার বাগনানের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন সঙ্গীতা অধিকারী। এই খবর চাউর হতেই গোটা জেলা-সহ নেটদুনিয়ায় হৈহৈ পড়ে গিয়েছে। শুক্রবার বিকেল থেকে প্রায় চারদিন পার হয়ে গিয়েছে। সেদিন ৮-৯ মিনিটে প্রি-ম্যাচুরিটি চার শিশুর জন্ম হয়। মাত্র ২৭ সপ্তাহে জন্ম হয় ওই চার শিশুর। বর্তমানে তারা চারজনেই হাসপাতালে চিকিৎসাধীন।
এক মায়ের গর্ভে একসঙ্গে চার সন্তান বেড়ে ওঠে, যে কারণে স্বাভাবিক দেহের ওজনের থেকে অনেকটাই কম হয় শিশুদের ওজন। তাদের আরও পরিণত করতে ডাক্তারের নিখুঁত নজরদারি প্রয়োজন। সেই জন্য বাগনানের বেসরকারি হাসপাতাল থেকে তাদের চারজনকে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। নর্মাল ডেলিভারি হওয়ার পরে মা সঙ্গীতা অধিকারী ওই হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন শনিবার।
advertisement
আরও পড়ুনঃ চিকিৎসক বলেছিলেন ৩ সন্তান সঙ্গীতার গর্ভে, কিন্তু সিজারের সময় এ কী দেখলেন চিকিৎসক! বাগনানে বিরল কাণ্ড
সমাজ মাধ্যমে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। একসঙ্গে চার শিশু, সদ্যোজাত শিশু ও তার পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। অনেকই আবার এই চার সন্তানের লালন-পালন সম্পর্কে তাদের নানা মত বিনিময় করেছেন। টানা কয়েকদিন জেলা জুড়ে, এ প্রসঙ্গে চর্চা চলছেই।
advertisement
advertisement
বাগনান বীরকুলের অধিকারী পরিবারে এত বড় খুশির দিন হলেও তারা মন থেকে খুশি হতে পারছেন না। বাড়িতে ফিরেও সন্তানদের কাছে না পেয়ে ভারাক্রান্ত মা সঙ্গীতা অধিকারীর মন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নর্মাল ডেলিভারি হওয়ার পরই চার সন্তানকে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দ্রুত সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। চার সন্তানের মধ্যে প্রথম দুটি সন্তান কন্যা, তৃতীয় সন্তান পুত্র এবং চতুর্থ সন্তান কন্যা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Quadruplets Child Birth: ৪ সন্তানের জন্ম দিয়েও শোকে পাথর মা সঙ্গীতা! কলকাতার হাসপাতালে লড়ছে ৩ জন, এক মেয়ের কী হয়েছে? জানাল বাগনানের পরিবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement